ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলের দায়রা জজের ক্ষমতা কেন কেড়ে নেয়া হবে না ॥ রুল

প্রকাশিত: ১০:২২, ৮ জুলাই ২০১৯

 নড়াইলের দায়রা জজের ক্ষমতা কেন কেড়ে নেয়া হবে  না ॥ রুল

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলের একটি হত্যা মামলার প্রধান আসামির নাম চার্জশীটে অন্তর্ভুক্ত না করায় জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই জেলা ও দায়রা জজকে কারণ দর্শাতে বলেছে আদালত। এদিকে নিম্ন আদালতের (বিচারিক আদালত) কোন বিচারক নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোন পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন না দিয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ দিয়েছে। হত্যা মামলার প্রধান আসামির নাম চার্জশীটে অন্তর্ভুক্ত না করায় জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। বাদী নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল আলীম। বিচারিক আদালতের বিচারকরা নামের আগে ডক্টর ব্যারিস্টার লিখতে পারবে না ॥ নিম্ন আদালতের (বিচারিক আদালত) কোন বিচারক নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোন পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করে। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, আদেশে আদালত বলেছে, নিম্ন আদালতের কোন বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোন পদবি লিখতে পারবেন না। লতিফ সিদ্দিকীর জামিন হয়নি ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দেয়নি হাইকোর্ট। আপাতত জেলেই থাকতে হবে। জামিনের বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশীদ আলম খান ও উমর ফারুক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণ নিয়ে হাইকোর্টের রুল ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৪তম গ্রেডে বেতন নির্ধারণের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন কেন ১১তম গ্রেডে প্রদান করা হবে না রুলে তাও জানতে চেয়েছে আদালত। এই রুল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষকের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এফ.আর. এম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া এবং তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম রাহুল ও এ্যাডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ গেজেট জারি করা হয়েছিল।
×