ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানদের কাছে হারের শঙ্কায় বাংলাদেশ ‘এ’

প্রকাশিত: ০৯:৪০, ৮ জুলাই ২০১৯

 আফগানদের কাছে হারের শঙ্কায় বাংলাদেশ ‘এ’

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম চারদিনের ম্যাচেই সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের কাছে পরাজয়ের শঙ্কায় পড়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয়দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে তুলেছে ৯ উইকেটে ১৭০ রান। কাইস আহমেদের লেগস্পিনে এ বিপর্যয় স্বাগতিকদের ব্যাটিংয়ে। তিনি ৬ উইকেট তুলে নেয়াতে মাত্র ১৬৬ রানে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’। আজ শেষদিনে লিড বাড়াতে না পারলে আফগান ‘এ’ দলের সামনে জয়ের জন্য সহজ লক্ষ্যই থাকবে। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের করা প্রথম ইনিংসে ২৫৩ রানের জবাবে আফগানিস্তান ‘এ’ দলের প্রথম ইনিংস ২৫৭ রানে শেষ হলে ৪ রানের লিড পেয়েছিল সফরকারীরা। দ্বিতীয়দিন শেষে বিপদেই ছিল সফরকারী আফগানিস্তান ‘এ’ দল। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ২৫৩ রানের জবাবে দিনশেষে তুলেছিল ৫ উইকেটে ১৩৫ রান। তবে তৃতীয়দিনে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। সপ্তম উইকেটে ৪৫ ও অষ্টম উইকেটে ৪১ রানের জুটিতে তারা টপকে গেছে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহকে। উইকেটরক্ষক আফসার জাজাই ১১৫ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৫, শরাফুদ্দিন আশরাফ ৫৮ বলে ৬ চারে ৩১ ও কাইস আহমেদ মাত্র ৫৩ বলে ৩ চার, ২ ছক্কায় হার না মানা ৪৬ রান করে স্বাগতিক বোলারদের নাজেহাল করেছেন। শেষ পর্যন্ত ২৫৭ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন লেগস্পিনার তানবীর হায়দার, পেসার কামরুল ইসলাম রাব্বি ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ‘এ’ দল আবারও বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পথে লড়াই করছিলেন অধিনায়ক ইমরুল কায়েস। এ বাঁহাতি ওপেনারও ৬৪ বলে ৪ চার, ১ ছক্কায় ৩৪ রান করে সাজঘরে ফিরলে ঘোর সঙ্কটে পড়ে যায় স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে ৩৩ ও সপ্তম উইকেটে ৪০ রানের দুটি জুটি চরম বিপর্যয় এড়িয়েছে। কিন্তু আফিফ হোসেন ধ্রুব ৬৯ বলে ৩ চারে সর্বোচ্চ ৪১, এনামুল হক বিজয় ২৩ ও সানজামুল ২১ রান করে বিদায় নিলে দিনটা অস্বস্তি নিয়েই শেষ করে বাংলাদেশ ‘এ’। ৯ উইকেটে ১৭০ রান তুলে মাত্র ১৬৬ রানে এগিয়ে এখন স্বাগতিকরা। শেষ উইকেটে আজ ব্যাট করবেন মূলত দুই বোলার। স্বাগতিকদের ব্যাটিংয়ে ধ্বংস চালিয়েছেন লেগস্পিনার কাইস। প্রথম ইনিংসে ৩ উইকেট পাওয়া এ লেগস্পিনার দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৬ উইকেট। আজ ম্যাচের চতুর্থ ও শেষদিন।
×