ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মারে-সেরেনার জয়ে শুরু

প্রকাশিত: ০৯:৩৯, ৮ জুলাই ২০১৯

 মারে-সেরেনার জয়ে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ব্লকবাস্টার জুটি এ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস। উইম্বলডনে মিশ্র দ্বৈতে তাদের খেলা দেখার প্রত্যাশায় ছিল গোটা টেনিস দুনিয়া। শেষ পর্যন্ত ভক্ত-অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন তারা। জয় দিয়েই মিশ্র দ্বৈতের মিশন শুরু করলেন মারে-সেরেনা। সেন্টার কোর্টে শনিবার এই ব্লকবাস্টার জুটি ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন অবাছাই আন্দ্রেয়াস মাইজ এবং এ্যালেক্সা গুয়ারাচিকে। জার্মান-চিলিয়ান প্রতিপক্ষকে হারাতে তাদের এদিন সময় লাগে ১ ঘণ্টা ১৬ মিনিট। এমন জয়ের পর দারুণ খুশি সেরেনা উইলিয়ামস। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি মনে করি খুব ভাল খেলেই ম্যাচটা জিতেছি আমরা। এর আগে কখনই একে অপরের সঙ্গে জুটি বেঁধে খেলিনি। যে কারণে এটাও দারুণ একটা শিক্ষণীয় ব্যাপার। ম্যাচের শুরু থেকেই চেয়েছিলাম দ্রুত খেলতে এবং খুব সিরিয়াসও ছিলাম।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সেরেনা এ সময় আরও বলেন, ‘এই ম্যাচটা এতোই উন্মাদনার ছিল যে আমার ইচ্ছে ছিল দেখার। তবে আমরা চাই দল হিসেবে আরও অনেক ভাল পারফর্মেন্স উপহার দিতে।’ এর আগে অবশ্য মিশ্র দ্বৈতে হেরে যান এ্যান্ডি মারে। গ্রেট ব্রিটেনের এই তারকাকে হারিয়ে দেন পিয়েরে-হিউজ হার্বাট। সেই হারের ধকল কাটিয়ে বেশ কয়েক ঘণ্টা পর আবারও মিশ্র দ্বৈতে সেরেনার সঙ্গে জুটি বেঁধে খেলতে নামেন মারে। দারুণ খেলেই জয় পেয়েছেন তারা। ব্রিটিশ তারকাও তাই খুব খুশি। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মারে বলেন, ‘পুরুষের মিশ্র দ্বৈতে হারের পর আমার সকল শক্তি দিয়েই এখানে খেলার চেষ্টা করি। আমরা খুব ভাল খেলেছি, ভালভাবে প্রতিপক্ষের সার্ভ ফিরিয়েছি এবং নিজেরাও ভাল সার্ভ করেছি। সত্যি বলতে দুর্দান্ত শুরু হয়েছে আমাদের।’ দ্বিতীয়পর্বে মারে-সেরেনার প্রতিপক্ষ এখন ১৪তম বাছাই ফ্যাব্রিস মার্টিন এবং রাকুয়েল এতাও। সেই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছেন না বিশ্ব টেনিসের এই ব্লকবাস্টার জুটি। বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। সুদীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ২৩টি গ্র্যান্ডস্লাম। তার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। আর মাত্র একটি মেজর শিরোপা জিতলেই সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন সেরেনা।
×