ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোয়েব, আমি তোমার জন্য গর্বিত ॥ সানিয়া

প্রকাশিত: ০৯:৩৮, ৮ জুলাই ২০১৯

 শোয়েব, আমি তোমার জন্য গর্বিত ॥ সানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলা শেষেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বিশ্বকাপে খুব ভাল ফর্মে ছিলেন না তিনি। শেষ ম্যাচে সুযোগও পাননি প্রথম একাদশে। যদিও ফিল্ডিং করার জন্য অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন শোয়েব। লর্ডসে ম্যাচের শেষে বহু যুদ্ধের সৈনিক শোয়েব মালিককে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। টুইট করে শোয়েব মালিক ধন্যবাদ জানান তার ভক্তদের। শোয়েবের অবসর নিয়ে টুইট করেন তারকা টেনিস খেলোয়াড়রা। সানিয়া মির্জা টুইট করে লেখেন, সব কাহিনীরই একটা শেষ আছে। তবে জীবনে সব শেষের মধ্যেই যে শুরুর ইঙ্গিত থাকে। গত ২০ বছর ধরে তুমি সম্মানের সঙ্গে দেশকে গর্বিত করেছ। তুমি যা অর্জন করেছ তা নিয়ে তো বটেই, তোমাকে নিয়েও ইজান (সন্তান) ও আমি গর্বিত। পাক-অলরাউন্ডার একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে আরও বেশি করে টি-টোয়েন্টি ফরমেটে মনোযোগ দিতে চান। আরও বেশি করে সময় দিতে চান পরিবারকে। ২০০০ সালের আগে খেলা শুরু করা প্লেয়ারদের মধ্যে যে শেষ কয়েকজন খেলা চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শোয়েব। পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও তার অবসরের পর ধন্যবাদ জানিয়েছেন শোয়েবকে। শেষের দিকে অবশ্য তাকে হজম করতে হয় সমালোচনাও। ভারতের বিরুদ্ধে প্রথম বলেই ফিরে যাওয়ার পর শোয়েব মালিককে কটাক্ষ হজম করতে হয়েছিল ক্রিকেটভক্তদের কাছ থেকে। প্রাক্তন ক্রিকেটাররাও পিছিয়ে থাকেননি। একদিনের ক্রিকেটে ২৫৮টি ইনিংসে ৭৫৩৪ রান করেন শোয়েব। নেন ১৫৮টি উইকেট। তার ২০ বছরের একদিনের ক্রিকেট জীবনে করেছেন ৯টি শতরান। ২০১৫তে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন শেষ টেস্ট। মূলত মিডলঅর্ডারে ব্যাট করা এই ব্যাটসম্যানের শেষ অর্ধশত রান এসেছে চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অনেকদিন ধরেই ব্যাটে রান নেই তার। ৩৭ বছরের এই পাক- ক্রিকেটারের সরে যাওয়ার বোধহয় এটাই ছিল সঠিক সময়।
×