ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এস্কয়ার ফান্ডের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৯:২৭, ৮ জুলাই ২০১৯

 এস্কয়ার ফান্ডের আইপিও আবেদন শুরু

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড এস্কয়ার আইসিএল এ্যাপারেল ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণ শুরু রবিবার। আবেদন গ্রহণ চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯১তম নিয়মিত সভায় এই প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা এস্কয়ার নিট কমপোজিট লিমিটেড এবং সম্পদ ব্যবস্থাপক ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। এ ছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×