ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পতনেও গত বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে

প্রকাশিত: ০৯:২৭, ৮ জুলাই ২০১৯

 পতনেও গত বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত অর্থবছরের (২০১৮-২০১৯) বেশিরভাগ সময়ে দেশের শেয়ারবাজার মন্দা পরিস্থিতির মধ্যে ছিল। মন্দা অবস্থার মধ্যে থাকলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী অর্থবছরে বাজার মূলধন বেড়েছে। একই সঙ্গে প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। তবে ডিএসইর অপর দুই সূচক ডিএসই-৩০ এবং শরিয়াহ সূচক আগের অর্থবছর থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থবছরে শেষ কার্যদিবস ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৭৩৪ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৪৬৬ টাকায়। আর বিদায়ী অর্থবছরে অর্থাৎ ২০১৮-২০১৯ অর্থবছরের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৯২১ টাকায়। অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইর বাজার মূলধন ১৫ হাজার ৮১ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৪৫৪ টাকা বা ৩.৯২ শতাংশ বেড়েছে। ডিএসইতে ২০১৮-২০১৯ অর্থবছরে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৯৩ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৯৩৮ টাকা। আর আগের অর্থবছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে লেনদেন হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৪৩৮ টাকার। অর্থাৎ ২০১৭-১৮ থেকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইতে লেনদেন ১২ হাজার ৮৯২ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বা ৮.১০ শতাংশ কম হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ২০১৭-২০১৮ অর্থবছরে ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৭০৯ টাকা। আর ২০১৮-২০১৯ অর্থবছরে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছে ৬১৪ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৯৭৫ টাকার। অর্থাৎ ২০১৭-১৮ থেকে ২০১৮-১৯ অর্থবছরে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন ৩২ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৭৩৪ টাকা বা ৫.০১ শতাংশ কম হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছিল ৫ হাজার ৪০৫.৪৬ পয়েন্টে। আর ২০১৮-১৯ অর্থবছরের শেষ দিন ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৪২১.৬২ পয়েন্টে। অর্থাৎ এক বছরে ডিএসইর ডিএসইএক্স ১৬.১৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ থেকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইর অপর দুই সূচক অর্থাৎ শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক কিছুটা কমেছে। ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবসে ডিএসই-৩০ সূচক অবস্থান করছিল ১ হাজার ৯৫৯.৯৫ পয়েন্টে। আর ২০১৮৮-১৯ অর্থবছরের শেষ কার্যদিবসে এই সূচকটি ১ হাজার ৯২৫.০৯ পয়েন্টে অবস্থান করে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসই-৩০ সূচক ৩০.৮৫ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমেছে। আর শরিয়াহ সূচক এক বছরের ব্যবধানে ১৯.১০ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমে ২০১৮-১৯ অর্থবছরের শেষ কার্যদিবস অবস্থান করে ১ হাজার ২৪৪.৬৯ পয়েন্টে। এ সূচকটি ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবসে অবস্থান করছিল ১ হাজার ২৬৩.৭৯ পয়েন্টে।
×