ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনী পতাকা প্রদান

প্রকাশিত: ০৯:২২, ৮ জুলাই ২০১৯

 বিমান বাহিনী পতাকা প্রদান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রবিবার বাহিনীর ৯নং স্কোয়াড্রন, ফাইটার কন্ট্রোল ট্রেনিং ইউনিট (এফসিটিইউ), ১ ফিল্ড ইউনিট, ২০৮ রক্ষণাবেক্ষণ ইউনিট, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই), আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, যোগাযোগ ইউনিট ও বিমান বাহিনী রেকর্ড অফিসকে বিমান বাহিনী পতাকা প্রদান করেছেন। ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এসব ইউনিট ও স্কোয়াড্রনগুলোকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়। বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান উক্ত ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম। পতাকা প্রদানকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোহাঃ মাহফুজুর রহমান।-আইএসপিআর
×