ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:২০, ৮ জুলাই ২০১৯

 কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাথ ও সড়ক থেকে প্রায় ২০০ অস্থায়ী দোকান, ছাউনি, সাইনবোর্ড, দোকানের বর্ধিত অংশ, গেট, সিঁড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। রবিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসিসির ড্রেনের স্লাবগুলোকে ফুটপাথে গাড়ি তোলার র‌্যাম্প হিসেবে ব্যবহারের জন্য স্থানচ্যুত করার অপরাধে ৩ গাড়ি শো-রুমের প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×