ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনস্বার্থেই বামজোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি ॥ রিজভী

প্রকাশিত: ০৯:২০, ৮ জুলাই ২০১৯

 জনস্বার্থেই বামজোটের  হরতালে সমর্থন দিয়েছে  বিএনপি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বলে অভিযোগ করে এ কারণে জনস্বার্থেই বিএনপি বাম জোটের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আপনাদের নৈতিক সমর্থনসহ বাম জোটের হরতাল পালনের কারণে সরকার কি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করবে? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যে সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট নেই, সেই সরকার কি করবে না করবে তা আমরা জানি না, তবে আমাদের সংগ্রাম এই পর্যায়ে থাকবে না এর স্ফূলিঙ্গ একদিন দাবানলের মতো ছড়িয়ে পড়বে। হরতালের পরও যদি সরকারের বোধোদয় না হয়, উপলব্ধি না হয় তাহলে তাদের পরিণতি ভাল হবে না। তাই সরকারকে বলব এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসুন। রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থে বাম জোট হরতাল পালন করেছে। জনস্বার্থে যারাই কোন কর্মসূচী দেয় বিএনপি একটা বৃহৎ বিরোধীদল হিসেবে তাতে সমর্থন জানাবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আজকে যে লড়াই, এ লড়াই একটা ব্যাপক জনগোষ্ঠীকে মুক্ত করার, স্বাধীন করার। এই লড়াইয়ের প্রত্যেকটি ইস্যুতে জনগণ তাদের সঙ্গে থাকবে। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বানোয়াট ও ফরমায়েশি মামলায় সাজা দিয়ে দেড় বছর কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। তাঁকে মুক্তি না দিলে রাজপথের আন্দোলনে মুক্ত করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা মধ্যরাতে নির্বাচন করবেন সেটাও মেনে নিতে হবে! আপনারা গ্যাসের দাম বাড়াবেন সেটাও মেনে নিতে হবে, বিদ্যুতের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে! আপনাদের আচরণ এমন কেন? রিজভী বলেন, শুক্রবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শান্তিপূর্ণ মিছিল করার অপরাধে আমিসহ স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।
×