ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে প্রচলিত আইনে ব্যবস্থা

প্রকাশিত: ০৯:১৭, ৮ জুলাই ২০১৯

বিভ্রান্তিকর তথ্য প্রচার  করলে প্রচলিত  আইনে ব্যবস্থা

সংসদ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা সাংবাদিকদের স্বাধীন সংবাদ প্রচারে কোন বাধা সৃষ্টি করছে বলে মনে করি না। তবে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকা সব ক্ষেত্রে আমরা নজরদারি করছি। কোথাও বিভ্রান্তিকর, বিব্রতকর, মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করলে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আগামীতেও এ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। নবম ওয়েজবোর্ড নিয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সকল সংবাদপত্রের গণমাধ্যমকর্মীর ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৯ম সংবাদপত্র বোর্ড এরই মধ্যে রিপোর্ট দিয়েছে। উক্ত রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে কমিটি সকল অংশীজনদের নিয়ে সভা করেছেন। অচিরেই ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণমাধ্যমবান্ধব সরকার ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে। এরই মধ্যে ১৬৭ পত্রিকায় ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। এ ট্রাস্ট অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান করছে। এসব পদক্ষেপ গ্রহণের ফলে সারাদেশের সাংবাদিকদের প্রভূত কল্যাণ সাধিত হবে বলে আশা করা যায়। ডাঃ শামিউল উদ্দিন আহমেদ শিমুলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই করে যেসব অনলাইন উপযুক্ত সেগুলোকে নিবন্ধন দেয়া হবে। এর ফলে হলুদ সাংবাদিকতা কিংবা মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হবে। সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, ঢাকাসহ সারাদেশে নিবন্ধনকৃত পত্রিকা রয়েছে ৩ হাজার ১২৮টি। এসব পত্রিকার মধ্যে যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করছে না তাদের বিরুদ্ধে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্তি বাতিল করতে পারে। সরকারী দলের অপর সদস্য মোঃ আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে ডাঃ মুরাদ হাসান বলেন, বর্তমানে সরকারী বেতারের সংখ্যা ১৪টি। বেসরকারী ২৮ এফএম বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। তার মধ্যে ২৩টি এফএম বেতার কেন্দ্রের সম্প্রচার চলমান রয়েছে। এছাড়া ৩২টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হয়েছে। তার মধ্যে ১৭টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার চলমান রয়েছে। আবেদনের প্রেক্ষিতে একটি কমিউনিটি রেডিও’র লাইসেন্স বাতিল করা হয়েছে।
×