ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

প্রকাশিত: ০৮:০৫, ৬ জুলাই ২০১৯

তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’সহ আরও কিছু চলচ্চিত্র পরিচালনা করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি পুরস্কার। এবার নতুন ছবি পরিচালনা করছেন তিনি। ছবির নাম ‘রূপসা নদীর বাঁকে’। এরইমধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। নির্মাতা তানভীর মোকাম্মেল জানিয়েছেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সংগ্রামে এবং সার্বিকভাবে সমাজপ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বামপন্থীদের অনেক ত্যাগ-তিতিক্ষা ও জেল-নির্যাতনের ইতিহাস রয়েছে। এ ছবিতে রয়েছে গত শতকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা। চলচ্চিত্রটির শুটিং আর সম্পাদনাসহ পঁচানব্বই ভাগ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী সেপ্টেম্বর মাসে তা শুটিং করা হবে। তিনি এ বছরই ডিসেম্বর মাসে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের আবহ সঙ্গীত রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। জানা গেছে, সঙ্গীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজুর তত্ত্বাবধানে আবহ সঙ্গীত রেকর্ড করা হয় ধানমন্ডির ছায়ানট স্টুডিওতে। এ ছবিতে একজন বামপন্থী নেতার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু প্রমূখ।
×