ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রিজমানের দলবদলে নাটকীয়তা ...

প্রকাশিত: ০৮:০১, ৬ জুলাই ২০১৯

গ্রিজমানের দলবদলে নাটকীয়তা ...

স্পোর্টস রিপোর্টার ॥ জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের দলবদল। ক্লাবের প্রতি অসম্মান আচরণের অভিযোগ এনে অ্যাঁতোয়া গ্রিজমানের ব্যাপারে বার্সেলোনার প্রস্তাব বাতিল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিতর্কের মাঝেই ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংকে দলে ভিড়িয়েছে কাতালানরা। আর ম্যান ইউ ছাড়তে পল পগবা মরিয়া জানিয়েছেন তার এজেন্ট মিনো রাইয়োলা। মেসি-সুয়ারেজ-নেইমার-গ্রিয়েজম্যান। দলবদলে প্রজন্মের অন্যতম সেরা চার ফুটবলারকে নিয়ে কাতালানদের ভয়ঙ্কর অ্যাটাকিং কোয়ার্টেটের স্বপ্ন হোঁচট খেতে চলেছে। কদিন আগেও সব ঠিকঠাক থাকা গ্রিজম্যানের ক্লাব পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্লাবের প্রতি অসম্মানের অভিযোগ এনে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাটলেটিকো। শুধু তাই নয়, প্রি সিজন প্রস্তুতি ক্যাম্পে গ্রিয়েজম্যানকে ডেকেছে মাদ্রিদ জায়ান্টরা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাটলেটিকো জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে পারষ্পরিক যোগাযোগ রেখে আসছিলো গ্রিজম্যান ও বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ন টুর্নামেন্টে চলাকালীন সময়ে বেতন-ভাতা নিয়েও দরকষিতে ব্যস্ত ছিলো দুপক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে বার্তোমিউ। মুখ খুলেছেন নেইমার প্রসঙ্গেও। তিনি বলেন, ‘বৃহস্পতিবারই গ্রিজম্যানের সাথে প্রথম যোগাযোগ করি। আগ্রহ আছে বলেই ওর সাথে আলোচনায় বসেছিলাম। নেইমারের পিএসজি ছাড়ার আগ্রহের ব্যাপারেও অবগত আছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা।’
×