ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাজ্য ঐকমত্য

প্রকাশিত: ১২:৩৭, ৬ জুলাই ২০১৯

সামাজিক মাধ্যমের  চ্যালেঞ্জ মোকাবেলায়  বাংলাদেশ-যুক্তরাজ্য  ঐকমত্য

সামাজিক মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাজ্য ঐকমত্যে পৌঁছেছে। যুক্তরাজ্য সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হাউস অব কমন্সে যুক্তরাজ্যের ডিজিটাল, কালচার, মিডিয়া ও ক্রীড়া বিষয়ক সংসদীয় দলের সভাপতি ডেমিয়ান কলিন্সের সঙ্গে বৈঠককালে এই ঐকমত্যে পৌঁছান। খবর বাসসর। অসত্য তথ্য, অপপ্রচার ও যাচাই-বাছাইহীন সংবাদ ও মতামত প্রকাশসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সব ঝুঁকি দিন দিন বাড়ছে, সেসব কীভাবে যৌথ উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করা যায়, তেমন কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বাংলাদেশের তথ্য মন্ত্রী এবং যুক্তরাজ্যের ডিজিটাল, কালচার, মিডিয়া ও ক্রীড়া বিষয়ক সংসদীয় দলের সভাপতি। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, প্রেস মিনিস্টার মোহাম্মদ আশেকুন নবী চৌধুরী, পলিটিক্যাল কাউন্সিলর দেওয়ান মাহমুদ ও প্রথম সচিব মোঃ শফিউল আলম উপস্থিত ছিলেন। শুক্রবার ঢাকায় তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ড. হাছান মাহমুদ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে তা তুলে ধরেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সংবাদপত্র, টিভি ও তথ্য প্রযুক্তি খাত যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য বিগত এক দশকে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
×