ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে বিএনপির পাল্টাপাল্টি সভা আহ্বানে উত্তেজনা

প্রকাশিত: ১০:২৪, ৬ জুলাই ২০১৯

 যশোরে বিএনপির  পাল্টাপাল্টি  সভা আহ্বানে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আহ্বায়ক কমিটিতে গোপনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ঘটনায় বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে যশোর জেলা বিএনপিতে। বিবদমান পক্ষ দুটি আজ শনিবার একই সময়ে আহ্বান করেছে আহ্বায়ক কমিটির পাল্টাপাল্টি সভা। এ সভাকে ঘিরে দলের দু’গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কার করছেন নেতাকর্মীরা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা সতর্ক রয়েছেন। জেলা বিএনপির বিবদমান দু’পক্ষ পৃথক সভা ডেকেছে। একপক্ষের সভা আহ্বান করেছেন আহ্বায়ক নার্গিস বেগম। অপরপক্ষে সভা ডেকেছেন সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। আহ্বায়ক নার্গিস বেগম সভা ডেকেছেন বেলা ১১টায় দলীয় কার্যালয়ে। আর সাবেরুল হক সাবু আইনজীবী সমিতিতে ১০টায়। তবে উভয়পক্ষ সভার আলোচ্যসূচী রেখেছেন দল পুনর্গঠন।
×