ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদেশে অর্থ পাচার, নাজিবের সৎপুত্রের বিচার শুরু

প্রকাশিত: ০৯:১৬, ৬ জুলাই ২০১৯

 বিদেশে অর্থ পাচার, নাজিবের  সৎপুত্রের বিচার শুরু

মালয়েশিয়া সরকার শুক্রবার ‘উলফ অব নওয়ল স্ট্রিট’ চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সৎপুত্র রিজা আজিজের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনেছে। রিজা আজিজ রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ানএমডিবি) ২৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আত্মসাত করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। -খবর অনলাইনের। হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান রেড গ্রেনাইট পিকচার্সের সহপ্রতিষ্ঠাতা রিজা আজিজের বিরুদ্ধে ৫টি মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। উলফ অব ওয়াল স্ট্রিট চলচ্চিত্রটির অস্কার মনোনয়নের জন্য রেড গ্রেনাইট পিকচার্সের ভূমিকা ছিল। রিজা সকল অভিযোগ অস্বীকার করেন। প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ লাখ রিঙ্গিত (১২ লাখ ১০ হাজার ডলার) অর্থদন্ড, সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড বা উভয় দন্ড প্রদান করা যাবে। আদালত ১০ লাখ রিঙ্গিতে রিজার জামিন মঞ্জুর করেছে এবং তাকে পাসপোর্ট সমর্পণ করতে বলেছে। গত বছর মে’তে নির্বাচনে মাহাথির মোহাম্মদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর নাজিব বেশ কতগুলো দুর্নীতির অভিযোগের শিকার হয়েছেন। অধিকাংশ অভিযোগ বর্তমানে বিলুপ্ত ওয়ান এমডিবির অর্থনৈতিক ক্ষতিসাধন সংক্রান্ত। নাজিব ২০০৯ সালে ওয়ানএমডিবি গঠন করেন। তার বিরুদ্ধে ৪২টি আর্থিক দুর্নীতর অভিযোগ রয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। মার্কিন বিচার দফতর বলেছে, ওয়ানএমডিবিতে উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের সহযোগীরা ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৪ শ’ ৫০ কোটি মার্কিন ডলার আত্মসাত করেছেন। এ মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে অন্তত ৬টি দেশে।
×