ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ভারত তৈরি করবে এবারের বাজেট ॥ মোদি

প্রকাশিত: ০৯:১৪, ৬ জুলাই ২০১৯

 নতুন ভারত তৈরি করবে  এবারের বাজেট ॥ মোদি

ভারতে বিজেপি নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শুক্রবার প্রথম বাজেট ঘোষণা করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাবেক ব্রিটিশ প্রথা ভেঙ্গে ব্রিফকেসের পরিবর্তে তার বাজেট ফাইল লালসালু দিয়ে মুড়ে সংসদ কক্ষে প্রবেশ করেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটের ভূয়সী প্রশংসা করলেও বিরোধী শিবির এর সমালোচনা করেছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে অনলাইনের। শুক্রবার নয়াদিল্লীতে মোদি বলেন, এই বাজেট পেশের আগে অনেক প্রতিকূলতা ছিল নতুন কেন্দ্রীয় সরকারের। তবে তা অতিক্রম করা গেছে। ২০১৯ সালের কেন্দ্রীয় বাজেট মানুষের আশা-আকাক্সক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এই বাজেট ১৩০ কোটি ভারতবাসীর আশা-আকাক্সক্ষাকে পূরণ করতে পারবে। এই সফল বাজেট পেশ করার জন্য তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান নির্মলা সীতারামনকে। মোদি বলেন, এবারের বাজেটে সাধারণ মধ্যবিত্তের কথা ভেবেছে সরকার। তাই আজ দেশ বিশ্বাস করে সরকার তাদের পাশে আছে। দেশের উন্নয়নের দিশা ও গতি সঠিক পথে রয়েছে। মোদি আরও বলেন, ২১ শতকের নতুন ভারত তৈরি করবে এবারের বাজেট। সাধারণ মানুষের ও নতুন প্রজন্মের লক্ষ্য পূরণ করার বাজেট তৈরি করা হয়েছে। নতুন ভারত নির্মাণের পথ প্রশস্ত করবে এবারের বাজেট। তিনি বলেন, দেশের মান বাড়িয়েছে এই বাজেট। মোদি বলেন, ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভের আউটলাইন ভিশন বলছে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে হবে ভারতকে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যই দেখাচ্ছে এবারের বাজেট। শুক্রবার বাজেট পেশের পর মোদি জানান, ২০২২ সাল পর্যন্ত দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। তবে এবারের বাজেটে কোন্ খাতে কত টাকা বরাদ্দ তা আপাতত উল্লেখ করা হয়নি। কংগ্রেস এই বাজেটের সমালোচনা করেছে। দলটির সংসদ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এখানে নতুন কিছু নেই। গতবারের বাজেটের কথাই বাজেটে ঘুরে-ফিরে এসেছে। বাজেট পেশের পর শুক্রবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুরনো সব প্রতিশ্রুতিকেই নতুন করে তুলে ধরল সরকার। অপরদিকে সুষ্ঠুভাবে বাজেট পেশ করায় নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান দেশটির স্পীকার ওম বিড়লা।
×