ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুইডেনকে হারিয়ে ফাইনালে হল্যান্ড

প্রকাশিত: ১১:৪৯, ৫ জুলাই ২০১৯

 সুইডেনকে হারিয়ে ফাইনালে হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও পারল না সুইডেন। হল্যান্ডের কাছে হেরে নারী বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল তারা। বুধবার শেষ চারের লড়াইয়ে হল্যান্ড ১-০ গোলে সুইডেনকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকেট নিশ্চিত করে। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয়বারের মতো শেষ চার থেকে বিদায় নেয় সুইডেনের মেয়েরা। তবে বিশ্বকাপের সেমিফাইনাল বাধা অতিক্রম করতে রীতিমতো ঘাম ঝরেছে হল্যান্ডের। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে লড়াই করে গেছে সুইডেন। স্ট্যাডে ডি লিওনে এদিন উপস্থিত হয়েছিল সাড়ে ৪৮ হাজার দর্শক। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোন দল। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েই বাজিমাত করে ডাচ কন্যারা। ম্যাচের ৯৯ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার জ্যাকি গ্রোয়েনেন গোল করলে প্রথম এগিয়ে যায় হল্যান্ড। এরপর আর কোন গোল করতে পারেনি কেউ। ফলে গ্রোয়েনেনের গোলেই স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয় কমলা রঙের জার্সিধারীরা। সেই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নেয় হল্যান্ড-সুইডেনের ম্যাচটি। এ যাবতকালের ইতিহাসে এটাই প্রথম সেমিফাইনাল ম্যাচ যার নিষ্পত্তি ঘটে অতিরিক্ত সময়ে। শিরোপা জয়ের লড়াইয়ে হল্যান্ডের প্রতিপক্ষ এখন যুক্তরাষ্ট্র। এর আগের দিনই যারা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আমেরিকার মেয়েরা ইংল্যান্ডকে কাঁদিয়ে এবারের আসরের ফাইনালের টিকেট নিশ্চিত করে। সেই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রের প্রমীলা ফুটবলাররা। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিনবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় তারা। এর আগে ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপেরও ফাইনাল খেলে যুক্তরাষ্ট্র। আগামী ৭ জুলাই শিরোপা জয়ের লড়াইয়ে নামবে হল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। এবার নারীদের বিশ্বকাপ ফুটবল আসরে মোট ২৪টি দেশ অংশ নেয়। ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই টুর্নামেন্টে ভাল করতে পারেনি। ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত আসতে পারলেও বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। নিজের দেশের সমর্থকদের হতাশ করেছে জার্মানিও। এবার সুইডেনের কাছে ২-১ গোলে হেরে আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই যে বিদায় নেয় দুইবারের চ্যাম্পিয়নরা। ব্যাপক প্রচার এবং নাটকীয়তার কারণে চলতি নারী বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কয়েকটি দেশে দারুণ উৎসাহ তৈরি হয়েছে। টিভি দর্শকের সংখ্যা এবার নজিরবিহীন। বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স এবং ব্রিটেনে রেকর্ড সংখ্যক দর্শক দেখছে এবারের নারী বিশ্বকাপ। তবে এখনও পুরুষদের বিশ্বকাপের দর্শক অনেক বেশি। ফিফার দেয়া হিসাবে গত বছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টিভিতে দেখেছে ১১২ কোটি মানুষ। সে তুলনায় ২০১৫ সালের নারী বিশ্বকাপের ফাইনালের দর্শক ছিল ছয় কোটির কিছু বেশি। কিন্তু কিছু ব্যাপারে এবার নারীদের ফুটবল নজর কাড়ছে, প্রশংসা কুড়াচ্ছে। আগামী রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তার আগে শনিবার হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নিসে সুইডেন মুখোমুখি হবে ইংল্যান্ডের।
×