ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

প্রকাশিত: ১১:৪৮, ৫ জুলাই ২০১৯

 চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপপর্বে ব্রাজিলের কাছে পাঁচ গোলে হেরে বিধ্বস্ত হওয়া পেরু কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পেরু। ব্রাজিলের পোর্তো এ্যালেগ্রেতে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল করেন এডিসন ফ্লোরেস, ইয়োশিমার ইয়োটুন ও পাওলো গুয়েরেরো। ১৯৭৫ সালে পেরু সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জয় করে। এরপর দীর্ঘ ৪৪ বছর পর দেশটি ঐতিহ্যবাহী এই আসরের ফাইনালের টিকেট পেল। শিরোপা লড়াইয়ে আগামী রবিবার রাতে স্বাগতিক ব্রাজিলের বিরুদ্ধে খেলবে চমক দেখানো পেরু। ফাইনাল মহারণ হবে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। এদিকে সেমিতে হেরে চিলিকে এখন সাওপাওলোতে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনার বিরুদ্ধে। এই প্রতিপক্ষকে হারিয়েই তারা গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়। এবার ফাইনালে না হলেও কোপার টানা তিন আসরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি। ম্যাচের শুরু থেকেই পেরু বর্তমান চ্যাম্পিয়নদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। দুই মিনিটের মধ্যে ক্রিশ্চিয়ান কুয়েভা গোলের সুযোগ নষ্ট করেন। সপ্তম মিনিটে চিলির চার্লস আরানগুইজ এ্যালেক্সিস সানচেজের সহায়তায় গোলের সুযোগ পেলেও তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২১ মিনিটে কুয়েভার ক্রস থেকে আন্দ্রে কারিলোর থেকে বল পেয়ে গোল করে পেরুকে এগিয়ে দেন ফ্লোরেস। ৩৮ মিনিটে কারিলোর সহযোগিতায় ইয়োটান ঠান্ডা মাথায় চারজন ডিফেন্ডারের মধ্য দিয়ে লো ভলিতে বল জালে জড়ান। বিরতির মিনিট খানেক আগে হোসে ফুয়েনজালডিয়ার ভলি এক হাতে রক্ষা করেন গালেসে।
×