ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঙ্গুরার হ্যাটট্রিক নোফেলের দারুণ জয়

প্রকাশিত: ১১:৪৮, ৫ জুলাই ২০১৯

 বাঙ্গুরার হ্যাটট্রিক নোফেলের দারুণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাবটির নামের মধ্যেই আছে ‘নো ফেল’! তবে নোফেল স্পোর্টিংয়ের নামের আসল রহস্য হলো ক্লাব গঠিত হয়েছে তিনটি জেলা ‘নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর’-এর নামের আদ্যক্ষর দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল) বৃহস্পতিবার দিনটি তাদের জন্য ছিল ‘বৃহস্পতি তুঙ্গে’র মতো। কেননা নিজেদের ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা কুড়িয়ে নিয়েছে ঘাম ঝরানো জয়। তারা ৪-৩ গোলে হারায় পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন টিম বিজেএমসিকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৩-০ গোলে। বিজয়ী দলের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা অনবদ্য হ্যাটট্রিক করেন। গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দু’দলের প্রথম মোকাবেলায় কেউই জেতেনি, আবার কেউই হারেওনি। ম্যাচটি পর্যবসিত হয়েছিল গোলশূন্য ড্রতে। নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা ‘সোনালি আঁশের দল’ বিজেএমসির দ্বাদশ হার। মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের মতোই পয়েন্ট টেবিলের তলানিতে (১৩ দলের মধ্যে ত্রয়োদশ)। পক্ষান্তরে নিজেদের সপ্তদশ ম্যাচে এটা নোফেলের চতুর্থ জয়। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে তারা। টপকে গেল রহমতগঞ্জকে। যতই লীগের দিনক্ষণ ফুরিয়ে আসছে, অবনমনের দিকে এগিয়ে যাচ্ছে বিজেএমসি। কোনভাবেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। ক্লাবটির ভেতরকার দৈন্যের চিত্রটা যেন বাইরে বেরিয়ে আসছে ধারাবাহিক হারে। চমক দেখিয়েছেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। লীগে একমাত্র ফুটবলার, যার দু’টি হ্যাটট্রিক রয়েছে। টানা দু’ম্যাচেই এই কৃতিত্ব দেখিয়েছেন বাঙ্গুরা। আগের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে। এবার বিজেএমসি। লীগে বাকি চার হ্যাটট্রিকের মধ্যে মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের বাল্লো ফামোসা, ঢাকা আবাহনীর নাবিব নেওয়াজ জীবন ও সানডে সিজোবা, আরামবাগের জাহিদের একটি করে।
×