ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেট লিকে পেছনে ফেলার সুযোগ মুস্তাফিজের

প্রকাশিত: ১১:৪৭, ৫ জুলাই ২০১৯

 ব্রেট লিকে পেছনে ফেলার সুযোগ মুস্তাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ব্যাটে-বলে উজ্জ্বলতম নক্ষত্র সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫৪২ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছেন। পার্শ্বনায়ক হিসেবে দু’জনের নাম চলে আসে যারা দলের দারুণ পারফর্মেন্সে ভূমিকা রেখেছেন। ব্যাটিংয়ে মুশফিকুর রহীম ৭ ম্যাচে ৩৫১ রান করেছেন আর বল হাতে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১৫ উইকেট শিকার করেছেন। এ দু’জনেরই আজ নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ। আর দুই উইকেট নিতে পারলে ষষ্ঠ বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হবেন মুস্তাফিজ। ৫৩ ম্যাচে ৯৮ উইকেট পাওয়া এ বাঁহাতি ‘কাটার মাস্টার’ সেক্ষেত্রে পেছনে ফেলবেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা ব্রেট লি-কে। লি ৫৫ ওয়ানডে খেলার পর ১০০ উইকেট নিতে পেরেছিলেন। দ্রততার ক্ষেত্রে ওয়ানডে ইতিহাসে পঞ্চম স্থানে গিয়ে এ অসি পেসারকে পেছনে ফেলবেন মুস্তাফিজ। আর মুশফিক ৯১ রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে ৬০০০ ওয়ানডে রানের মালিক হয়ে যাবেন। তবে আজ পাকিস্তানের বিপক্ষে লর্ডসে নামার আগে মুশফিক বৃহস্পতিবার অনুশীলনে পেয়েছেন আঘাত। কনুইয়ে বলের আঘাত লাগার পর অবশ্য তার বিষয়ে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচেই সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এবং প্রথম বাংলাদেশী পেসার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট শিকারের নৈপুণ্য দেখান মুস্তাফিজ। ভারতের বিপক্ষে ৫৯ রান দিয়ে নেন ৫ উইকেট। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করে এখন মুস্তাফিজের ৫৩ ওয়ানডেতে উইকেট সংখ্যা ৯৮টি। চলতি বিশ্বকাপে তিনি ১৫ উইকেট শিকার করেছেন। এক বিশ্বকাপে কোন বাংলাদেশী বোলারের এটিই সেরা সাফল্য। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২০০৭ বিশ্বকাপে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। তাঁকে পেছনে ফেলেছেন এবার ফিজ। বিশ্বকাপ পারফর্মেন্সে এখন তিনি বাংলাদেশের পক্ষে সেরা বোলার। এবার ব্যক্তিগত এক অর্জনের সামনে তিনি। আজ পাকদের বিপক্ষে ২ উইকেট নিতে পারলেই ষষ্ঠ বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হবেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা (২৬৫), সাকিব আল হাসান (২৬০), আব্দুর রাজ্জাক (২০৭), রুবেল হোসেন (১২৪) এবং মোহাম্মদ রফিক (১১৯) সর্বাধিক উইকেট শিকারির তালিকায় আছেন। এরপরই মুস্তাফিজের নাম। তবে দেশের পক্ষে সবচেয়ে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেট শিকারি হয়ে ওঠার সুযোগ ফিজের। আজ ৫৪তম ওয়ানডেতে সেটি হয়ে গেলে ওয়ানডে ইতিহাসেই পেছনে ফেলবেন অনেক বড় তারকাদের। হয়ে যাবেন ওয়ানডে ইতিহাসে পঞ্চম দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বোলার। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশীদ খান। তার লেগেছিল ৪৪ ওয়ানডে। এরপর আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক, তিনি ৫২ ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করেন। তৃতীয় স্থানে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক ৫৩ ওয়ানডে খেলে ১০০ উইকেট ঝুলিতে পুরেছেন। চার নম্বরে নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। ৫৪ ওয়ানডে খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি। আর ব্্েরট লি ৫৫ ওয়ানডে খেলেছিলেন। এ ম্যাচে মুশফিক আর ৯১ রান করতে পারলেই সাকিব (৬২৫৯) ও তামিম ইকবালের (৬৮৬৩) পর তৃতীয় বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন। এই মুহূর্তে ২১২ ওয়ানডে খেলা মুশফিকের রান ৫৯০৯।
×