ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহমেদ আক্তারের লাইসেন্স নবায়ন করবে না আইসিএবি

প্রকাশিত: ১১:৩২, ৫ জুলাই ২০১৯

 আহমেদ আক্তারের লাইসেন্স নবায়ন করবে না আইসিএবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিষেধাজ্ঞার পরে বিতর্কিত নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ এ্যান্ড আক্তারের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিরীক্ষা কাজের যোগ্যতা হারিয়েছে। বৃহস্পতিবার আইসিএবির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিএবি সূত্রে জানা গেছে, আহমেদ এ্যান্ড আক্তারের মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩০ জুন। এরপরে প্রতিষ্ঠানটি থেকে নবায়নের জন্য নির্ধারিত ফি দেয়া হয়নি। ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে আইসিএবি। এর আগে গত ২ জুলাই শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির নিরীক্ষা কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছ বিএসইসি। বিএসইসি জানায়, আহমেদ এ্যান্ড আক্তারের পার্টনার শাহেদ মোহাম্মদ অবসরের কারনে নিরীক্ষা প্রতিষ্ঠানটি পার্টনারশিপ থেকে প্রোপ্রাইটরশিপে পরিণত হয়েছে। যা আইসিএবি থেকে ২৬ মে এক চিঠির মাধ্যমে জানানো হয়। এর মাধ্যমে আহমেদ এ্যান্ড আক্তার শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষার যোগ্যতা হারিয়েছে।
×