ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ভুয়া দুই কারা কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৯:১৬, ৫ জুলাই ২০১৯

 কক্সবাজারে ভুয়া দুই কারা  কর্মকর্তা  আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কলাতলী হোটেল সী ক্রাউন থেকে নারীসহ দুই ভুয়া কারা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপারের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। আটকরা হলেন- রিয়াদ বিন সেলিম ও শাহনাজ পারভীন মায়া। তারা স্বামী স্ত্রী এবং চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। কলাতলি সী ক্রাউন হোটেল কর্তৃপক্ষ জানান, দম্পত্তি পরিচয়ে রিয়াদ বিন সেলিম ও শাহনাজ পারভীন মায়া নামে দুইজন গত ২১ জুন হোটেলে ২১৭নং রুমে উঠেন। হোটেলে অবস্থান, খাবার বাকিতে ভোগ করছিলেন তারা। পরে ২০৯নং রুমে স্থানান্তর করা হয় এই বর্ডারদের। নিয়ম অনুযায়ী বর্ডারদের কাছ থেকে রুম ভাড়া আর খাবারের বিল পরিশোধের জন্য তাগাদা দিলে তারা আজ দিবে কাল দিবে এভাবে কাল ক্ষেপণ করেন। হোটেল কর্তৃপক্ষ জানান, ওই রুমে অবস্থানকারী বর্ডাররা কোন কোন সময় নিজেদের কারা কর্মকর্তা, কখনও সিনিয়র কারা পরিদর্শক পরিচয় দেন। এই পরিচয়ে রুম ভাড়াসহ অন্য বিল থেকে ৫০ ভাগ ডিসকাউন্ট দেয়ার পরেও তারা বিল পরিশোধে গড়িমসি করেন। তাদের পরিচয় ও আচরণ সন্দেহ হলে বিষয়টি কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক বজলুর রশীদ আখন্দকে জানানো হয়।
×