ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৯:১৫, ৫ জুলাই ২০১৯

 বরিশালে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা  ছিনতাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এমএ জলিল সেতুতে অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে চিহ্নিত কিংবা আটক করতে পারেনি। ছিনতাইকারীদের কবলে পড়া মশিউর রহমান রিয়াজ গৌরনদী বাসস্ট্যান্ডের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট। রিয়াজ জানান, তিনি ডাচ-বাংলা ব্যাংকের গৌরনদীর বাটাজোর, সরিকল, চাঁদশী, বাকাল ও গৌরনদী সদর এলাকার সুপার এজেন্ট। বুধবার বিকেলে বাটাজোর, সরিকল ও গৌরনদীর এজেন্টে কালেকশনের ১২ লাখ টাকা ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলযোগে বরিশাল নগরীর উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এমএ জলিল সেতুর টোল প্লাজা অতিক্রম করে ব্রিজ পার হওয়ার সময় চোখে ধুলা পড়ে। ব্রিজের মাঝামাঝি স্থানে মোটরসাইকেল থামিয়ে চোখ পরিষ্কার করছিলেন তিনি। এ সময় আকস্মিক অপর দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা ব্যাগ ভর্তি ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
×