ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়ায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:১৫, ৫ জুলাই ২০১৯

 বেড়ায় বন্দুকযুদ্ধে  মাদক কারবারি  নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ জুলাই ॥ বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওয়ালী উল্লাহ (৩১) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালী উল্লাহ বেড়া পৌর সদরের শানিলা মহল্লার আকবর আলীর ছেলে। পুলিশের দাবি নিহত ওয়ালী উল্লাহ মাদক কারবারি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোট আটটি ডাকাতি এবং মাদক মামলা রয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ জানান, বুধবার এক অভিযানে চিহ্নিত মাদক কারবারি ওয়ালী উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে তাকে নিয়ে পৌর সদরের জোরদা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়।গোলাগুলির একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওয়ালী উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে সে মারা যায়। বন্দুকযুদ্ধের সময় এসআই শামসুল আলম, কনস্টেবল রেজাউল ইসলাম ও হান্নান আহত হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শূটারগান, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।
×