ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবিতে কর্মশালা

প্রকাশিত: ০৯:১৫, ৫ জুলাই ২০১৯

 বশেমুরকৃবিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক এ কর্মশালা গাজীপুরের সালনাস্থিত বিশ^বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। কর্মশালায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের মাধ্যমে বাস্তবায়নাধীন ৩০টি প্রকল্প যার মধ্যে জীব বিজ্ঞান বিষয়ে ২৮টি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে দুটি প্রকল্পের গবেষণার অগ্রগতির প্রতিবেদন স্ব স্ব প্রকল্প পরিচালক উপস্থাপন করেন।
×