ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকারীর অভিনব শাস্তি

প্রকাশিত: ০৯:১৩, ৫ জুলাই ২০১৯

 ছিনতাইকারীর অভিনব শাস্তি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ জুলাই ॥ ছিনতাই প্রতিরোধে মাগুরাবাসীকে সতর্ক করতে বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর থানা পুলিশ শহীদ শেখ (৫২) নামে এক ছিনতাইকারীকে আটকের পর সমগ্র শহরে দেখিয়েছে। যাতে এই দুর্বৃত্তরা ছিনতাই করতে গেলে জনসাধারণ চিনতে পেরে সতর্ক হয়। পুলিশ ছিনতাইকারীকে নিয়ে ইজিবাইকে করে সমগ্র শহরে প্রদক্ষিণ করে। এই সময় মাইকে বলা হয় ছিনতাইকারী আটকের কথা। শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ছিনতাইকারী শহীদ মাইকে বলে আমি আড়াই লাখ টাকা ছিনতাইয়ের সময় আটক হয়েছি। বুধবার দুপুরে মাগুরা সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে যুব উন্নয়নের কর্মচারী আবু সাইদ আড়াই লাখ টাকা উত্তোলন করে বেরিয়ে আসার সময় শহীদ শেখ নামে একজন আটক হয়।
×