ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দু’ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৯:১১, ৫ জুলাই ২০১৯

 গাজীপুরে সড়ক দুর্ঘটনায়  দু’ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, জামালপুর জেলার সদর উপজেলার ছোট নান্দিনা গ্রামের আব্দুল গফুরের ছেলে সেলিম (৩৫) ও গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার আব্দুস সোবাহানের ছেলে হাবিব (৩০)। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে অবিক্রীত মালামাল নিয়ে বুধবার রাত দেড়টার দিকে একটি টমটমযোগে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন ব্যবসায়ী সেলিম ও হাবিব। পথে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মুলাইদ এলাকার ক্যাপ্টেন সিএনজি পাম্পের সামনে পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি টমটমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন। এ ঘটনায় অপর আহত হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জে এক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জের বোয়ালিয়া হেলিপ্যাড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু শেখ (৩৬) নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলী শেখের ছেলে। চট্টগ্রামে মোটরবাইক আরোহী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। নিহত মামুন চৌধুরী বায়েজিদ থানার কোম্পানিবাড়ি এলাকার নুরুল আবসার চৌধুরীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পটিয়ায় দুই নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত হয়েছেন ৪জন। এতে নিহত হয়েছেন উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাইয়ের মৃত হাজী আবদুস ছামাদের পুত্র আলী বাহাদুর (৫৮) ও একই এলাকার নিরঞ্জন শীলের পুত্র দয়াল শীল। আহত হয়েছেন সিএনজির যাত্রী রবিউল আরাফাত ও জাহিদ। বুধবার রাত সাড়ে ১১টার সময় পানবাহী ট্রাক ও যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
×