ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা ॥ প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৯, ৫ জুলাই ২০১৯

 গৃহবধূকে ধর্ষণের পর হত্যা ॥ প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে গৃহবধূ আসমা বেগম (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কামারপাড়া থেকে মূল আসামি আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে রাতেই হত্যার কাজে ব্যবহৃত ধারালো হাঁসুয়া উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি আমজাদ হোসেন। তিনি দমদমা হাটরা গ্রামের খোদাবক্সের ছেলে। নিহত গৃহবধূর ছেলে মাসুদ রানা ২২ জুন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আসামি আমজাদ হোসেনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার পরদিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ উপজেলার কেশরহাট থেকে রায়ঘাটি গ্রামের মৃত ভাদু ম-লের ছেলে শামছুদ্দিন (৫০), হারিদা গ্রামের জহির উদ্দিনের ছেলে নুরুল ইসলামকে (৫১) গ্রেফতার করে। ওই দুই আসামিকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে হত্যার সঙ্গে জড়িত মূল হোতা আমজাদ হোসেনের স্বীকারোক্তি তথ্যানুসারে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নিহত গৃহবধূর কাছ থেকে আসামি আমজাদ হোসেন ২ লাখ টাকা ধার হিসেবে নেয়। টাকার জন্য আসমা চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ হয়েছে। ঘটনার আগের দিন ধার নেয়া ২ লাখ টাকা পরিশোধ করার কথা ছিল আমজাদ হোসেনের।
×