ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে যৌন নিপীড়নকারী শিক্ষকের বিচার দাবি

প্রকাশিত: ০৯:০৮, ৫ জুলাই ২০১৯

 যশোরে যৌন  নিপীড়নকারী শিক্ষকের  বিচার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ছাত্রীকে যৌন নিপীড়নকারী শিক্ষক ইউসুফ আলীর বিচার এবং শিক্ষকদের কাছ থেকে নিরাপত্তা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী জানিয়েছে, বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক ইউসুফ আলী দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসছে। কিছুদিন আগে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার বিষয়ে একই স্কুলের শিক্ষিকা নিনারা খাতুনের কাছে সেই ছাত্রী অভিযোগ দেয়। কিন্তু বিচার না পেয়ে সেই ছাত্রী বদলি সনদ নিয়ে অন্য স্কুলে চলে যায়। চার মাস আগে আরও দুই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় শিক্ষক ইউসুফ আলী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সমালোচনা শুরু হয়। পরে ওই শিক্ষক একই গ্রামের শ্মশানপাড়ার এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করে। ওই সময় শিক্ষক ইউসুফ আলী ক্ষমা চেয়ে রক্ষা পান। উল্লেখ্য, গত মঙ্গলবার সপ্তম শ্রেণীর যে ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন ইউসুফ আলী এ সময় ওই ছাত্রীর মাকেও (তিনিও শিক্ষিকা) তিনি নিপীড়নের চেষ্টা করেছিলেন। পরে তার মা আমদাবাদ স্কুলে চলে যান। ভালুকায় ধর্ষকদের বিচার দাবি নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ, ৪ জুলাই ॥ উপজেলার কৈয়াদী সোনা উলাহ স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীর ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলার ভরাডোবা ঘাটাইল সড়কে বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উথুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রনি ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ শিক্ষার্থী, আরিফ, জনি। উল্লেখ্য, ভালুকা উপজেলার কৈয়াদী সোনা উলাহ স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ইয়ার মাহমুদের ছেলে রমজান আলী পেছন থেকে তাকে জাপটে ধরে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গলায় চাকু ধরে ও এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
×