ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী ফুটবল বিশ্বকাপ ফুটবল

ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৫০, ৪ জুলাই ২০১৯

 ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ সেখানে খেলছে এশিয়ার শ্রেষ্ঠ চারটি দল। এশিয়ার দর্শকদের চোখ তাই স্বাভাবিকভাবেই পড়েছিল লর্ডস-এজবাসন্টন কিংবা বার্মিংহ্যাম আর ম্যানচেস্টারের দিকে। এই সময়ে ফুটবলের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট শুরু হয় ব্রাজিল আর ফ্রান্সে। ব্রাজিলে বসেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। অন্যদিকে ফ্রান্সে চলে প্রমীলা বিশ্বকাপ ২০১৯। ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ আর মেয়েদের ফুটবল বিশ্বকাপে এবার দেখা যায় ইংলিশদের দাপট। তবে ক্রিকেটে ইংল্যান্ডের ছেলেরা শেষ চারের পথে থাকলেও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালেই জয়রথ থেমে গেছে ব্রিটিশ মেয়েদের। ইংল্যান্ডের মেয়েদের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আমেরিকার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইংল্যান্ড। এর ফলে টানা তিনটি মেজর টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় গ্রেট ব্রিটেনের। নারীদের ফুটবল বিশ্বকাপে এর আগের সাতটি আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। এবারও তাই ফেবারিট হিসেবে বিশ্বকাপের মিশন শুরু করে তারা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলেই সেমিফাইনালের টিকেট কাটে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচেও দাপুটে পারফর্মেন্স উপহার দেয় যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম এগিয়ে যায় তারা। দারুণ এক গোল করে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ক্রিস্টেন প্রেস। এর ফলে ৩৮১ মিনিট পর প্রথম গোল হজমও করে ইংল্যান্ড। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি থ্রি-লায়ন্সরা। দ্রুতই ম্যাচে ফিরে ইংল্যান্ড। ৯ মিনিট পরই গোল করে ব্রিটিশদের সমতায় ফেরান এলেন হোয়াইট। এই গোল করে অনন্য এক কীর্তিও গড়েন তিনি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে টানা তিন নকআউট ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এলেন হোয়াইট। তার আগে এই রেকর্ড গড়া দুই প্রমীলা ফুটবলার হলেন কার্লি লয়েড (২০১৫) এবং এ্যাবে ওয়ামবাখ (২০১১)। তবে প্রথমার্ধের ৩১ মিনিটে এ্যালেক্স মরগান গোল করলে আবারও এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আমেরিকা।
×