ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসুস্থ মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফরকে সাহায্যের আবেদন

প্রকাশিত: ১১:৪৮, ৪ জুলাই ২০১৯

 অসুস্থ মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফরকে সাহায্যের আবেদন

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ৩৬ সদস্যের এই দলের অনেকেই আজ বেঁচে নেই। আরও একজন চলে যাওয়ার আশঙ্কায় আছেন। তিনি যশোরের লুৎফর রহমান। বাংলাদেশ ক্রীড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা লুৎফর মাস ছয়েক ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসহায়ভাবে শয্যাশায়ী। তার পরিবার ছাড়া তাকে দেখার কেউ নেই। ৬৮ বছর বয়সী লুৎফর আজ কপর্দকহীন। তার এই অসহায় অবস্থায় পাশে এসে দাঁড়ায়নি কোন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এই মুক্তিযোদ্ধা-ফুটবলার বঞ্চিত হচ্ছেন সুচিকিৎসা থেকে।
×