ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিতের ক্যাচ ফেলায় তামিমকে কটাক্ষ

প্রকাশিত: ১১:৪৭, ৪ জুলাই ২০১৯

 রোহিতের ক্যাচ ফেলায় তামিমকে কটাক্ষ

স্পোর্টস রিপোর্টার ॥ এদিন ২০০তম ম্যাচ তামিম ইকবালের। আর সেই ম্যাচ ঘিরেই বাংলাদেশে প্রবল জল্পনা। পারবেন কী তামিম দুরন্তভাবে জ্বলে উঠতে? ভারতের ইনিংসের সময়ই অশনি সঙ্কেত দেখা গেল। রোহিত শর্মার লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ব্যাট করতে নেমে তামিম ফিরে যান মাত্র ২২ রান করে। তবে তামিম ব্যাট করতে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছিলেন ২০০ নম্বর ম্যাচে ভাল কিছু করতে পারবেন না তিনি। কারণ পরিসংখ্যান বলছে প্রথম, ৫০তম, ১০০তম ও ১৫০তম ম্যাচে তামিম মোটেও ভাল খেলতে পারেননি। ২০০তম ম্যাচেও তামিম যে ভাল কিছু করতে পারবেন না তা আগে থেকেই বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এজবাস্টনে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মরণবাঁচন ম্যাচ। আর সেই ম্যাচেই তামিম রোহিতের ক্যাচ ছাড়লেন। ‘হিটম্যান’ তখন ৯ রানে ব্যাট করছিলেন। জীবন ফিরে পেয়ে রোহিত থামলেন ১০৪ রানে। রোহিত জ্বলে ওঠায় ভারত ৫০ ওভারের শেষে থামে ৩১৪ রানে। রোহিতের ক্যাচ ফেলা ক্রিকেট পাগলদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই ১৯৯৯ সালের বিশ্বকাপে। সেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন হার্শেল গিবস। তারপর গিবসের কাছে গিয়ে ওয়া বলেছিলেন, বন্ধু তুমি তো বিশ্বকাপটাই ছেড়ে দিলে। রোহিত অবশ্য কিছুই বলেননি তামিমকে। ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় তামিমকে কটাক্ষ করেন।
×