ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘনায় দুদিন ধরে ভাসছে কন্টেনার

প্রকাশিত: ০৯:৩৮, ৪ জুলাই ২০১৯

 মেঘনায় দুদিন ধরে ভাসছে কন্টেনার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ জুলাই ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার মেঘনা নদীতে গত দুই দিন ধরে কয়েকটি কন্টেনার ভাসছে। এর মধ্যে একটি কন্টেনার বুধবার নদীর তীরে স্থানীয়রা বেঁধে রাখে। তবে এসব কন্টেনার বুধবার বিকেল পর্যন্ত উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। যে কারণে নদীতে জোয়ার ভাটায় ওইসব কন্টেনার ভাসছে। ভোলা পুলিশ সুপার জানান, বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও তারা উদ্ধার ব্যাপারে কোন অনুমতি দেয়নি। স্থানীয়রা জানিয়েছেন, একটি কন্টেনার মনপুরা উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে ও অপর দুইটি উপজেলার ঢালচরের উত্তর পূর্ব কোনার মেঘনা নদীতে ভাসছে। কখনও নদীর তীরে জোরে আসে। আবার ভাটায় ভেসে চলে যায়। তবে রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশের মেঘনা নদীতে ভাসা কন্টেনারটি নদীর তীরে স্থানীয়রা শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখে। জানা যায়, গত রবিবার ‘করিম শিপিং লাইনের কন্টেনারবাহী জাহাজ ‘কেএসএল গ্লেডিয়েটর’ পণ্যভর্তি ৮৩ কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেনার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে হাতিয়া চ্যানেলে লাল বয়ার কাছে পৌঁছলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে ৪৩ কন্টেনার ছিটকে সাগরে পড়ে যায়। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ধারণা করা যাচ্ছে মেঘনা নদীতে যে তিনটি কন্টেনার ভাসছে সেগুলো ওই জাহাজ থেকে পরে যাওয়া কন্টেনার। এ কন্টেনারগুলোর ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কন্টেনারের মালিক যারা তাদের কাছে থেকে উদ্ধারের ব্যাপারে কোন অনুমতি দেয়া হয়নি। যে কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।
×