ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরা ব্যাংকের নগদ লভ্যাংশ প্রদান

প্রকাশিত: ০৯:২৮, ৪ জুলাই ২০১৯

 উত্তরা ব্যাংকের নগদ লভ্যাংশ প্রদান

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেডের সর্বশেষ হিসাব বছরের (২০১৮-১৯) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় থেকে এ লভ্যাংশ দেয়া হয়। এই নগদ লভ্যাংশ প্রদান চলে বুধবার বিকেল ৪টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, যে গ্রাহকদের বিও এ্যাকাউন্ট নেই তাদের নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানির হেড অফিস থেকে নগদ লভ্যাংশ সংগ্রহের কথা বলা হয়েছে। যারা সরাসরি গ্রহণ করতে পারবে না তাদের ঠিকানায় কুরিয়ার করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৮ অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×