ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৯:২১, ৪ জুলাই ২০১৯

 বিসিএস কর্নার

১. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে- আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে বনের পশু বনে থাকতে ভালবাসে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম সঠিক উত্তর : জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর ২. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ - সুসময়ের বন্ধু কপট ব্যক্তিত্ব শত্রু শ্রমবিমুখ সঠিক উত্তর: সুসময়ের বন্ধু ৩. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ? দিক্দর্শন সংবাদ প্রভাকর তত্তবোধিনী বঙ্গদর্শন সঠিক উত্তর : দিক্দর্শন ৪. সমাস ভাষাকে কী করে? সংক্ষেপ করে বিস্তৃত করে অর্থপূর্ণ করে অর্থের রূপান্তর করে সঠিক উত্তর : সংক্ষেপ করে ৫. ‘নাগরিক কবি’ কার উপাধি? রাজশেখর বসু সমর সেন মুকুন্দ দাস আব্দুর কাদির সঠিক উত্তর: সমর সেন ৬. ‘আরণ্যক’ উপন্যাসটি লিখেছেনথ সৈয়দ মুজতবা আলী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এয়াকূব আলী চৌধুরী সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৭. ও মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ- বাক্যে ও মরি মরি কোন শ্রেণীর অব্যয় ? সমুচ্চয়ী অনন্বয়ী পদান্বয়ী অনুকার সঠিক উত্তর : অনন্বয়ী ৮. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি”। কবিতার এই অংশবিশেষের রচিয়তা - রবীন্দ্রনাথ ঠাকুর মোহাম্মদ মনিরুজ্জামান সত্যেন্দ্রনাথ দত্ত নির্মেলেন্দু গুণ সঠিক উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত ৯. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১০. Industrious এর বঙ্গানুবাদ - শিল্পদ্যোগী শিল্পায়ন শিল্পানুরাগী পরিশ্রমী সঠিক উত্তর: পরিশ্রমী ১১. কোন চরনটি সঠিক? ধন ধান্যে পুষ্পে ভরা ধন্য ধান্যে পুষ্পে ভরা ধন্যে ধান্যে পুষ্প ভরা ধন্যে ধান্যে পুষ্পে ভরা সঠিক উত্তর : ধন ধান্যে পুষ্পে ভরা ১২. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষড়+ঋতু ষড়+ঋতু ষট+ঋতু ষট্+ঋতু সঠিক উত্তর : ষট্+ঋতু ১৩. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে? জহির রায়হান তারেক মাসুদ কাজী হায়াত এ জে মিন্টু সঠিক উত্তর: এ জে মিন্টু ১৪. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? সঙ্কীর্ণতা সীমাবদ্ধতা অনির্দিষ্টতা অবরুদ্ধতা সঠিক উত্তর : অনির্দিষ্টতা
×