ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শিক্ষক;###;হাইমচর সরকারী কলেজ;###;হাইমচর, চাঁদপুর।

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ॥ সপ্তম অধ্যায় প্রস্তুতি-২

প্রকাশিত: ০৯:২০, ৪ জুলাই ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ॥ সপ্তম অধ্যায় প্রস্তুতি-২

বহুনির্বাচনী-৩০ ১। কার রাজত্বকালে ‘ইউসুফ-জোলেখা ’কাব্য রচিত হয় ? (ক) গিয়াসউদ্দীন আযম শাহ (খ) শিহাব উদ্দীন (গ) ইলিয়াস শাহ (ঘ) আহমদ সুজা ২। মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস কোনটি ? (ক) শিল্প (খ) কৃষি (গ) খনিজ (ঘ) পর্যটন নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : আরিফ ও লাবিব দুই বন্ধু। তারা বিভিন্ন স্থাপনা দেখার জন্য বের হয়। তারা দেশের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন স্থাপনা দেখতে পায়।এসব স্থাপনার মধ্যে অধিকাংশই মধ্যযুগের স্থাপত্যের শিল্পের নিদর্শন। তারা জানতে পারে প্রতিটি স্থাপনার নামকরণের পিছনে উল্লেখযোগ্য কারণ রয়েছে। ৩। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী পান্ডুয়ার এক লাখী মসজিদ কোন ধরনের স্থাপনা ? (ক) মসজিদ (খ) কবর (গ) বিচারালয় (ঘ) মক্তব ৪। মধ্যযুগে বিভিন্ন রকম স্থাপনা নির্মিত হয়। এর পিছনে যৌক্তিক কারণ কোনটি- (i) ধর্মের প্রসারের জন্য (ii) শাসনকালকে স্মরণীয় রাখতে (iii) গুণ অর্জনের জন্য (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। ৫। ষাট গম্বুজ মসজিদের সাথে সামঞ্জস্য রয়েছে- (i) এটির গম্বুজ সাতাত্তরটি (ii) উলুখ খান জাহান এটি নির্মাণ করেন (iii) এটি ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত। (ক) i (খ) ii (গ)i ও ii (ঘ) i,ii ও iii ৬।‘সাতনামা ’ গ্রন্থের রচিয়তা কে ? (ক) কবি মোজম্মেল (খ) কবি ফয়জুল্লাহ (গ) কানাহরি দত্ত (ঘ) আহমদ সুজা। ৭ । বারদুয়ারী মসজিদের কয়টি দরজা ছিল ? (ক) এগারোটি (খ) বারোটি (গ) তেরোটি (ঘ) চৌদ্দটি। ৮। কোনটি হিন্দু নারী সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? (ক) স্বামী ভক্তি (খ) পিতৃভক্তি (গ) গুরুভক্তি (ঘ) মাতৃভক্তি। নিচের উদ্দীপকের আলোকে ৯, ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও : শিমুল হোসেন একটি জমকালো অট্টলিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপ্রাণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্ধ করত। তাদের সমাজে খতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল। ৯। উদ্দীপকের সাথে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ ? (ক) হিন্দু (খ) মুঘল (গ) সুলতানি (ঘ) মুসলমান ১০। উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি ? (ক) ভাত (খ) কোর্মা (গ) খিচুড়ি (ঘ) রেজালা। ১১। আলোচ্য সমাজের সাথে সংশ্লিষ্ট (i) নৌকা বাইচ (ii) উত্তরাধিকার সূত্রে সরকারি পদ (iii) হোলিখেলা (ক) i ও ii (খ) ii (গ)i ও iii (ঘ) i,ii ও iii । ১২। কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল- (i) ব্রাক্ষ্মণদের মধ্যে (ii) বৈদ্যদের মধ্যে (iii) কায়স্থদের মধ্যে। (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i,ii ও iii। ১৩। হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত ? (ক) চাঁদপুর (খ) নারায়ণগঞ্জ (গ) বগুড়া (ঘ) কিশোরগঞ্জ। ১৪। শিব ধর্মের বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী ? (ক) একক সাধনা (খ) কঠোর সাধনা (গ) যোগ সাধনা (ঘ) একনিষ্ঠ সাধনা। ১৫। আরাকান রাজ্যসভার শ্রেষ্ঠ কবি ছিলেন- (ক) দৌলত কাজী (খ) বাহরাম খান (গ) কৃত্তিবাস (ঘ) শেখ খুৎবন। ১৬। লালবাগ দুর্গের ভিতরে রয়েছে- (i) বিবি পরীর সমাধিসৌধ (ii) একটি মসজিদ ও একটি গম্বুজ (iii) শায়েস্তা খানের স্ত্রীর সমাধিসৌধ। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ১৭। মধ্যযুগোর শাসকবর্গের ভাষা ছিল কোনটি ? (ক) বাংলা (খ) আরবী (গ) ফারসি (ঘ) ইংরেজি। ১৮। মধ্যযুগে হিন্দু বালক-বালিকরা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত ? (ক) মন্দিরে (খ) পাঠশালায় (গ) নিজ গৃহে (ঘ) পাঠাগারে ১৯। স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী নিচের কোনটি ? (ক) সোনারগাঁও (খ) গৌড় (গ) পুন্ড্রুনগর (ঘ) পান্ডুয়া ২০। নিচের কোন স্থানটি বিশ্বখ্যাত মসলিন সূক্ষ্ম বস্ত্রের জন্য বিখ্যাত ছিল ? (ক) ঢাকা (খ) চট্টগ্রাম (গ) রাজশাহী (ঘ) খুলনা। ২১। বাংলার কৃষিভূমি কোন ধরনের ? (ক) মরুময় (খ) অস্বাভাবিক উর্বর (গ) অনুর্বর (ঘ) সাধারণ। ২২। ছোট সোনা মসজিদ বিখ্যাত (i) স্থাপত্য শিল্পের জন্য (ii) কারুকার্যের জন্য (iii) নির্মাণশৈলীর জন্য। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২৩। হিন্দু সমাজের কোনটি মুসলমান সমাজে প্রবেশ করে ? (ক) গুরুবাদ (খ) সুপ্রবাদ (গ) এলাহাবাদ (ঘ) পীরবাদ। ২৪। নবজাতক শিশুর নামকণের অনুষ্ঠানকে নির্দেশ করে কোনটি ? (ক) আকিকা (খ) খৎনা (গ) মিলাদ (ঘ) মাহফিল ২৫। বাংলায় সুফী-সাধকগণ কখন থেকে আসতে থাকেন ? (ক) দশক শতক থেকে (খ) একাদশ শতক থেকে (গ) দ্বাদশ শতক থেকে (ঘ) ত্রয়োদশ শতক থেকে। ২৬। মুসলমান সমাজে একটি অতি পরিচিত প্রথা হিসেবে নিচের কোনটি প্রযোজ্য ? (ক) মিলাদ (খ) মাহফিল (গ) খৎনা (ঘ) ঈদ। ২৭। মধ্যযুগে হিন্দু সমাজে সন্তান জন্মের পর তাকে কী দিয়ে ধৌত করা হতো ? (ক) গঙ্গাজল দিয়ে (খ) গরমজল দিয়ে (গ) দুধ দিয়ে (ঘ) ঠান্ডাজল দিয়ে। ২৮। কারা শিক্ষা ও সংস্কৃত চর্চার কৃতিত্ব দেখান- (ক) পুরুষরা (খ) মহিলারা (গ) সাহিত্যিকরা (ঘ) দার্শনিকরা । ২৯। মধ্যযুগে হিন্দু সমাজে এক বর্ণের সাথে আরেক বর্ণের বিবাহ নিষিদ্ধের প্রধান কারণ কোনটি ? (ক) শাসকগোষ্ঠীর নিষেধাজ্ঞা (খ) ধর্মের নিষেধাজ্ঞা (গ) আর্থিক বৈষম্য (ঘ) জাতিভেদ প্রথা। ৩০। মধ্যযুগে মুসলমান সমাজের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ? (ক) স্বজনপ্রীতি (খ) দেশপ্রীতি (গ) ধর্মপ্রীতি (ঘ) সঙ্গীতপ্রীতি। উত্তর : ১(ক), ২(খ), ৩(খ), ৪(গ), ৫(ঘ), ৬(ক), ৭(খ), ৮(ক), ৯(ঘ), ১০(গ), ১১(ক), ১২(ঘ ১৩(খ), ১৪(গ) ১৫(ক), ১৬(ক), ১৭(গ), ১৮(খ), ১৯(খ), ২০(ক), ২১(খ), ২২(ঘ), ২৩(ক), ২৪(ক), ২৫(খ), ২৬(গ), ২৭(ক), ২৮(খ), ২৯(ঘ), ৩০(গ)
×