ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

রোমান্টিক থ্রিলার ‘হামে তুমসে পেয়ার কিতনা’

প্রকাশিত: ০৯:০৮, ৪ জুলাই ২০১৯

 রোমান্টিক থ্রিলার  ‘হামে তুমসে পেয়ার কিতনা’

বলিউডে প্রতি সপ্তাহে নতুন নতুন একাধিক সিনেমা মুক্তি পায়। এর মধ্যে এ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্টিক, পারিবারিক সামাজিক সেন্টিমেন্টনির্ভর সিনেমার প্রাধান্য লক্ষ্য করা যায়। দর্শক প্রতিটি নতুন ছবিতে নতুন কিছু চমক দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন বলিউডি সিনেমা ‘হামে তুমসে পেয়ার কিতনা।’ রোমান্টিক থ্রিলার ঘরানার নতুন ছবিটির গল্প আবর্তিত হয়েছে অনন্য নামের এক সুন্দরী তরুণীর প্রতি প্রচন্ডভাবে আকৃষ্ট একজন মানুষ ধ্রুবের ভালবাসার বিচিত্র প্রকাশকে কেন্দ্র করে। অনন্যাকে একান্তভাবে পেতে ধ্রুব বেপরোয়া হয়ে ওঠে। নিজের ভালবাসার কথা জানাতে অনেকভাবে চেষ্টা করে। কিন্তু পরিবেশ পরিস্থিতি তার প্রতিকূলে থাকায় অনন্যাকে সেভাবে কাছে পায় না। এক পর্যায়ে সে মরিয়া হয়ে ওঠে। অনন্যার প্রতি তার হৃদয়ে জেগে ওঠা ভালবাসা হিংসাত্মক রূপ লাভ করে। তেমনটি টানটান উত্তেজনাপূর্ণ কাহিনীর সিনেমাটির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনন্যা চরিত্রটি। আর এ চরিত্রে রূপদান করেছেন প্রিয়া ব্যানার্জি। বলিউডে তাকে একদম নতুন বলা যায় না। আজ থেকে চার বছর আগে ২০১৫ সালেই ‘জাজরা’ ছবিতে একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল তাকে। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তবে সেভাবে লাইম লাইটে আসার সৌভাগ্য হয়নি তার। তবে এবার ‘হামে তুমসে পেয়ার কিতনা’ ছবিতে তিনি প্রধান নায়িকা হিসেবে আসছেন দর্শকদের সামনে। রোমান্টিক থ্রিলার ধাঁচের নতুন এই সিনেমাটি হয়ত প্রিয়ার কপাল খুলে দিতে পারে। ছবিতে গল্প এবং হত্যাকান্ডের শিকার এক তরুণীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়া ব্যানার্জিকে। একই বছর মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘২০১৬ দ্য এ্যান্ড।’ এরপর তাকে আরও কয়েকটি হিন্দী সিনেমা ‘দিল জো না না কেহ সাকা’, ‘সোশ্যাল রেইন’ ‘থ্রি দেব’-এ দেখা গেছে। চলতি বছরে ওয়েব সিরিজ ‘বেকাবু’তে কাশ্তি চরিত্রে’ রূপদানের সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রিয়া। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন বলিউডি সিনেমা ‘হামে তুমসে পেয়ার কিতনা।’ রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবিটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া বানার্জি। এখানে তার বিপরীতে অভিনয় করণবীর বোহরা। ২৯ বছর বয়সী প্রিয়া দক্ষিণী তামিল তেলেগু সিনেমায় কাজ করছেন ২০১৩ সাল থেকে। কানাডার ক্যালগ্যারিতে জন্ম এবং বেড়ে ওঠা তার। মাঝখানে বেশ কিছুদিন বাবার চাকরি সূত্রে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কাটিয়েছেন। প্রিয়ার বাপ দাদার আদি নিবাস কলকাতায়। তার বাবা একজন ইঞ্জিনিয়ার, কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং কম্পিউটার সায়েন্সের ওপর ডিগ্রী নিয়েছেন প্রিয়া। ২০১১ সালে মিস ওয়ার্ল্ড কানাডা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস ফটোজেনিক নির্বাচিত হয়েছিলেন। সেখানে নিয়মিত টিভি শো উপস্থাপনা এবং মডেলিং করেছেন। কথক নাচে তালিম নিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছেন অনেক দিন। কানাডায় বেশ কিছু শো করেছেন প্রিয়া ব্যানার্জি। ২০১২ সালে মুম্বাই এসে অনুপম খেরের এ্যাকটর প্রিপেরাস একাডেমিতে ভর্তি হয়ে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। বরুণ ধাওয়ান এবং পরিণীতি চোপড়ার সঙ্গে উই চ্যাটের বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন তিনি। এভাবেই তেলেগু সিনেমা ‘কিস’-এ অভিনয়ের সুযোগ পেয়ে যান। সেখানে আরও অভিনয় করেছেন ‘জরু,’ ‘আসুরা’, চিত্রাম পেসুতাদি টুর মতো তামিল তেলেগু সিনেমাগুলোতে। বলিউডে নিজেকে অভিনেত্রী হিসেবে ভালভাবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই কানাডা থেকে মুম্বাই পা রেখেছিলেন প্রিয়া ব্যানার্জি। সুন্দর চেহারা, গ্ল্যামারার্স ইমেজ, দুর্দান্ত ফিগার, ভাল অভিনয়ের সক্ষমতা সবই রয়েছে তার। তারপরও হিন্দী সিনেমার অঙ্গনে নিজেকে উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যেতে পারেননি তিনি। এ নিয়ে প্রিয়ার মধ্যে তেমন আক্ষেপ নেই। এ বছর ওয়েব সিরিজ ‘বেকাবু’ অভিনয় করে অনেকটা এগিয়েছেন বলা যায়। আজকাল অনেকেই আমার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন, তারা আমাকে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দেন, এটা আমাকে অনুপ্রাণিত করেছে, এখন আমি অনেকটাই আশাবাদী আমার অভিনীত নতুন হিন্দী সিনেমা ‘হাম তুমসে পেয়ার কিতনা’ নিয়ে। দর্শক এ ছবিতে আমার কাজের মূল্যায়ন করবেন আমার দৃঢ় বিশ্বাস। প্রিয়া বলেন, বলিউডে তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজেকে ধরে রাখা এবং সামনে এগিয়ে যওয়া বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। ‘বলিউড নিয়ে আগে আমার মনে যে ধারণা ছিল, তা পরবর্তী সময়ে কাজ করতে গিয়ে দূর হয়েছে বলিউড কোন অন্ধকার জগত নয়। এখানে যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে হয়। জোর করে প্রভাব খাটিয়ে কিছু পাওয়া যায় না বলিউডে এখানে কাজ করতে গিয়ে উপলব্ধি করছি আমি, প্রিয়া সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেন।
×