ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কয়েক মাসেই দেবে গেছে সেতুর দুই পাশের সড়ক

প্রকাশিত: ০৯:০১, ৪ জুলাই ২০১৯

 কয়েক মাসেই দেবে গেছে সেতুর  দুই পাশের  সড়ক

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৩ জুলাই ॥ অনেক দুর্ভোগ আর দুঃখ কষ্টের পর মীরসরাই-ফটিকছড়ি সংযোগ সড়কের মীরসরাই অংশের আমবাড়িয়া সেতু পেয়েছে এলাকাবাসী। রাস্তাটির নির্মাণের মাত্র কয়েক মাস হয়েছে। এখনই দেবে গেছে দুপাশ। আরও বিশাল অংশ ধসে যাবার আশঙ্কা করছে এলাকাবাসী। সরেজমিনে গেলে স্থানীয় জনগণ ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আমরা অনেক বছর এই রাস্তার ভগ্নদশা আর আমবাড়িয়া সেতুর ধীরগতির নির্মাণ কাজের জন্য অনেক দুর্ভোগ সহ্য করেছি। গ্রামের সাবেক মেম্বার জয়নাল আবেদিন বলেন, এই গ্রামের হাজার হাজার মানুষ এই ব্রিজের নির্মাণাধীন কাজের জন্য কয়েক বছর ধরে হাঁটু পানি ও কাদা মাড়িয়ে চলাচল করে। সিএনজি এবং রিক্সা ও চলাচল করতে হয়েছে অনেক ঝুঁকি দিয়ে। কখনও কখনও তাও চলতে পারত না। অসুস্থ রোগীকে কাঁধে করেও পারাপার করতে হয়েছে। সেতুটির নির্মাণ কাজের ঠিকাদার এবং পৌর কর্তৃপক্ষ দুই পক্ষকেই সমানভাবে দায়ী করে জনগণের তিক্ত গালমন্দের ও অন্ত ছিল না এই সড়কের দুর্ভোগের জন্য। অবশেষে গত কয়েক মাস আগে এই রাস্তাটি পুনঃটেন্ডার হবার পর চট্টগ্রামের সাখাওয়াত এন্টারপ্রাইজ সড়কের নির্মাণ কাজ করে দেয়। কিন্তু ব্রিজের ঠিকাদার অনেক আগে কাজ শুরু করলেও মেয়রের সঙ্গে ব্যক্তিগত রেসারেসি করেই কাজের ধীরগতির জন্য জনগণ আরও বেশি কষ্ট করে দীর্ঘদিন। অবশেষে মেয়র রাস্তার ঠিকাদারকে দিয়ে দুপাশে চলাচলের ব্যবস্থা করে দেয়। কিন্তু উক্ত কাজের মাত্র দুই মাস যেতে না যেতেই সেতুর দুপাশে দেবে গেছে। এখন জনমনে আশঙ্কা সরকার এত টাকা ব্যয় করে সেতু রাস্তা করে জনদুর্ভোগের লাঘবের ব্যবস্থা করার চেষ্টা করলেও কয়েকজন মানুষের জন্য জনদুর্ভোগের কি অবসান হবে না? এ বিষয়ে ঠিকাদার শাখাওয়াত বলেন, এই ব্রিজের দুপাশের এপ্রোচ আমার কাজ নয়।
×