ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একসঙ্গে চার নাটক নির্মাণ করছেন আফসানা মিমি

প্রকাশিত: ০৮:৫৯, ৪ জুলাই ২০১৯

 একসঙ্গে চার নাটক নির্মাণ করছেন আফসানা মিমি

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমিকে এই সময়ে অভিনয়ে খুব বেশি দেখা যায় না। তবে বিশেষ দিবসগুলোতে নাটক নির্মাণ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় একসঙ্গে চারটি নাটক নির্মাণ করছেন এই অভিনেত্রী ও নির্মাতা। এরইমধ্যে ‘সমান্তরাল’ ও ‘বিপ্রতীপ’ শিরোনামের দুটি নাটকের শূটিং শেষ করেছেন। ‘সমান্তরাল’ নাটকে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মামুনুর রশীদ ও সজল প্রমুখ। ‘বিপ্রতীপ’ নাটকে দেখা যাবে ইয়াশ রোহান, তানিন তানহা, সমু চৌধুরী, শিল্পী সরকার অপুকে। এছাড়া খুব শীঘ্রই ‘বহ্নি’ ও ‘নইরিত’ শিরোনামের আরও দুটি নাটকের শূটিং শুরু করবেন তিনি। আফসানা মিমি বলেন, আশা করছি, নাটকগুলোর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। চারটি নাটকেরই গল্প তৈরি করেছেন নজরুল ইসলাম ও তানভীর হোসেন। নাটকগুলো আসছে ঈদে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে।
×