ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রীর হৃদকম্পন

সমাজ ভাবনা -বিষয় ॥ রেলপথেও নিরাপত্তার অভাব!

প্রকাশিত: ০৮:৫১, ৪ জুলাই ২০১৯

সমাজ ভাবনা -বিষয় ॥ রেলপথেও নিরাপত্তার অভাব!

সুলতানা ইয়াসমীন ॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের অদূরের একটি পাহাড়ী ছড়া (খাল) হলো বড়ছড়া। চা বাগানের মাঝখান দিয়ে প্রবাহিত এই ছড়ার ওপর রয়েছে ছোট্ট একটি রেল সেতু। আর এই সেতুটি ভেঙ্গে গিয়েই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি। রেলওয়ে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেতুটি তৈরি হয় ব্রিটিশ আমলে। এরপর সর্বশেষ কবে এই সেতুটির সংস্কার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি খোদ রেলওয়ের কর্মকর্তারাই। পত্রিকা পড়ে জেনেছি স্থানীয়রা জানায়, বড়ছড়া রেল সেতুটি দীর্ঘদিন ধরেই ছিল জীর্ণশীর্ণ। সেতুটির নড়বড়ে অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা করে মেরামতের ব্যবস্থা নিতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেক আগেই বেশ কয়েকবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি বলে আশপাশের লোকালয়ের বেশ কয়েক বাসিন্দা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। অবশেষে সেই সেতু ভেঙ্গেই ঘটেছে সিলেট অঞ্চলের স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার দিন রাতে ট্রেনের বগি উল্টে পড়ার পর উদ্ধার কাজে অংশ নিতে এগিয়ে আসা পার্শ্ববর্তী নন্দননগর গ্রামের এক সাংবাদিক বলেন, ‘আমি অনেক আগেই দেখেছি, ব্রিজের পাত দুটি ঠিকমতো লাগানো থাকে না। পর্যাপ্ত নাট-বল্টু নেই। গাড়ি যখন এই ব্রিজের উপর ওঠে, তখন খালি কাঁপে।’ তিনি আরও বলেন, ‘রেল কর্তৃপক্ষের এই সেতুর ব্যাপারে আগেই নজর দেয়া উচিত ছিল। তাদের খামখেয়ালির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল।’ কথা হলো, স্থানীয়রা সেতুটি মেরামতের জন্য একাধিকবার রেলের লোকজনকে জানিয়েছিল বলেও জানা গেছে। আমার জিজ্ঞাসা রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? হালিশহর, চট্টগ্রাম থেকে
×