ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিবিয়া থেকে ফিরছেন বাংলাদেশীরা

প্রকাশিত: ১২:১৭, ৩ জুলাই ২০১৯

লিবিয়া থেকে ফিরছেন বাংলাদেশীরা

বাংলাট্রিবিউন ॥ ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধাবস্থার মুখে লিবিয়া ছাড়ছেন সেখানে অবস্থানকারী বাংলাদেশীরা। ত্রিপোলি ও আশপাশের শহরগুলোতে থাকা ৬০ পরিবারসহ মোট পাঁচ হাজার বাংলাদেশীকে সরাতে কাজ করছে সেখানকার দূতাবাস কর্তৃপক্ষ। স্বেচ্ছায় দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তা নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশী। এর আগে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, লিবিয়া থেকে ইস্তানবুল হয়ে ভোর সাড়ে পাঁচটায় টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটে ২৯ জন বাংলাদেশী দেশে পৌঁছেন। ফিরে আসা কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে রাখা হয়েছে এবং তাদের ঠিকানা ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানাতে খবর পাঠানো হয়েছে।
×