ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এটিএম আজহারুলের আপীলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

প্রকাশিত: ১২:১৪, ৩ জুলাই ২০১৯

এটিএম আজহারুলের আপীলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত আলবদর কমান্ডার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আপীলে তার পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করেছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষ পুনরায় যুক্তিতর্ক শুরু করবেন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগের চার সদস্য বিশিষ্ট বেঞ্চে আসামিপক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন তুহিন যুক্তিতর্ক উপস্থাপন করেন। এটিএম আজহারুল ইসলামের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুরু করেন। এরপর আদালত বুধবার আবার যুক্তি উপস্থাপনের জন্য রাখেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদ- প্রদান করে ট্রাইব্যুনাল।
×