ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরশাদ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করেছেন ॥ জিএম কাদের

প্রকাশিত: ১২:১২, ৩ জুলাই ২০১৯

এরশাদ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করেছেন ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করে সকল ধর্ম-বর্ণের মধ্যে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করেছেন। তিনি সংখ্যালঘুদের প্রতি সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নীতি ও আদর্শ আমাদের কাছে ঐতিহ্য হয়ে থাকবে। মঙ্গলবার চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে ঢাকা টু গৌহাটি সরাসরি বিমান চলাচল শুরু উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, অর্থনীতি ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে শুভেছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সফরকারী সদস্যরা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনা করেন। বাংলাদেশের সফররত ভারতীয় প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক অত্যন্ত সুনিবিড়। দু’দেশের মধ্যে বিরাজমান সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় উপনেতা মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহ্যগত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে জঙ্গীবাদ কিছুটা সমস্যা সৃষ্টি করেছিল। সবার সম্মিলিত প্রতিরোধে জঙ্গীবাদের অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে।
×