ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের সাফল্য নিয়ে সন্দিহান গার্ডিওলা

প্রকাশিত: ১২:০৭, ৩ জুলাই ২০১৯

নেইমারের সাফল্য নিয়ে সন্দিহান গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন করে আবারও নেইমারের বার্সিলোনায় ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আসছে নতুন মৌসুমেই নাকি দ্বিতীয়বারের মতো কাতালান শিবিরে আসতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আর এ নিয়ে মন্তব্য করেছেন বার্সায় নেইমারের সাবেক কোচ পেপ গার্ডিওলা। তার মতে নেইমার বার্সায় ফিরলেও সফল হতে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। নেইমারের ক্যারিয়ার এখন অনেকটাই নি¤œমুখী। নেইমার প্রথম ধাক্কা খান বার্সিলোনা ছেড়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়ার পর। যেখানে গিয়ে তিনি পথ হারিয়ে ফেলেছেন। দিশেহারা হয়েছেন একের পর এক বিতর্কে। নেইমার প্রথম বিতর্কে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। পেনাল্টি নেয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন এ দু’জন। এরপর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় তার দল পিএসজি। দলের বাদ পড়া যেন মানতে পারেননি তিনি। এর মাঝে পড়ে যান চোটেও। চোট থেকে ফিরে বিশ্বকাপও কেটেছে ব্যর্থতায়। সেই ব্যর্থতা ঘোচানোর আগেই পিএসজির হয়ে খেলতে গিয়ে পড়েন ফের চোটে। এবার বিতর্কে বেড়েছে উয়েফা ও লীগ ওয়ান কর্তৃক নিষিদ্ধ হয়ে। পরে ধর্ষণ কেলেঙ্কারিতে জড়ানোর সঙ্গে পড়েন নতুন চোটেও। এরপরই বিরক্ত হয়ে পিএসজি থেকে নেইমারকে বিদায়ের ইঙ্গিত দেয়া হয়। বাদ দেয়ার আগেই এখন নেইমার নিজেই ছাড়তে চান পিএসজি। তিনি এবার বার্সিলোনায় ফিরতে চান বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু আদৌ ফিরবেন কিনা এখনও নিশ্চিত নয়। তবে ম্যানচেস্টার সিটির কোচ গার্ডিওলা নিশ্চিত নন নেইমার বার্সিলোনায় ফিরে সফল হতে পারবেন কিনা তা নিয়ে। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার ফেরার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি নিশ্চিত না ফেরার পর সে আগের সাফল্য পাবে কিনা। সাবেক বার্সিলোনা কোচ আরও বলেন, আমি জানি না সে আগের খেলোয়াড় থাকবে কিনা। কিন্তু সে কতটা ভাল খেলোয়াড় তা নিয়ে সন্দেহ করা যাবে না। এর চেয়ে দুঃসময় আর আসেনি নেইমারের ক্যারিয়ারে। সতীর্থরা নিজ দেশ ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা খেলছেন। আর নেইমার চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। এখানেই শেষ নয়, ফরাসী ক্লাব পিএসজি তারকাকে এখন ইনজুরি ছাড়াও সংগ্রাম করতে হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে।
×