ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাক পাওয়ার ১২ বছর পর বিশ্বকাপ অভিষেক!

প্রকাশিত: ১২:০৫, ৩ জুলাই ২০১৯

ডাক পাওয়ার ১২ বছর পর বিশ্বকাপ অভিষেক!

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খুনে মেজাজে ব্যাটিং করেছিলেন দীনেশ কার্তিক। সাত নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান করে বাংলাদেশের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে ভাল খেলার রেকর্ড থাকায় মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচেও সুযোগ দেয়া হয় তাকে। অবশ্য এই সুযোগ পেয়ে বিশ্বকাপের স্কোয়াডে থাকার ১২ বছর পর অভিষেক হলো তার! ২০০৪ সালে দীনেশ কার্তিকের ওয়ানডে অভিষেক হয়। ২০০৭ বিশ্বকাপে তিনি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। সেবার যেহেতু ভারত গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল সেহেতু তার আর খেলা হয়নি বিশ্বকাপে। এরপর ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের স্কোয়াডেই জায়গা হয়নি তার। তবে ১২ বছর পর ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে আবার জায়গা করে নেন তিনি। ভারত এর মধ্যে সাতটি ম্যাচ খেলে ফেললেও তিনি একাদশে সুযোগ পাননি। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে কেদার জাদবের পরিবর্তে সুযোগ পান তিনি। আর এর মধ্য দিয়ে ওয়ানডে অভিষেকের ১৫ বছর ও বিশ্বকাপের স্কোয়াডে প্রথম সুযোগ পাওয়ার ১২ বছর পর অভিষেক হলো তার। ৩৪ বছর বয়সী কার্তিককে একাদশে নেয়ার মধ্য দিয়ে ভারতের একাদশে এদিন তিনজন উইকেটরক্ষক জায়গা করে নেন। অবশ্য গ্লাভস ছিল যথারীতি মহেন্দ্র সিং ধোনির হাতেই। রিশাব পন্থ ও কার্তিক খেলেন ব্যাটসম্যান হিসেবে। যদিও দীর্ঘ অপেক্ষার পর অভিষেকটা সুখকর হয়নি কার্তিকের। ৯ বলে ৮ রান করে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন তিনি।
×