ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোখ থাকবে মার্ক উড ও ট্রেন্ট বোল্টের ওপর

প্রকাশিত: ১১:৫৯, ৩ জুলাই ২০১৯

চোখ থাকবে মার্ক উড ও ট্রেন্ট বোল্টের ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ বলা হচ্ছিল ইংল্যান্ড বিশ্বকাপটা হবে ব্যাটসম্যানদের। ধুরন্ধর সব উইলোবাজ রানের বন্যা বইয়ে দেবেন। বড় স্কোর হচ্ছে, রানও হচ্ছে। পাশাপাশি পেসাররাও ভাল করছেন। লীগপর্বের খেলা শেষের দিকে। এ পযায়ে শীর্ষ বোলারদের তালিকায় পেসারদেরই জয় জয়কার। ২৪ উইকেট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। সমান ১৬টি করে ইংল্যান্ডের জোফরা আর্চার ও পাকিস্তানের মোহাম্মদ আমিরের। ১৩ শিকারে এরপরই আছেন মোহাম্মদ শামি (মঙ্গলবার বাংলাদেশ ম্যাচের আগ পর্যন্ত), ট্রেন্ট বোল্ট ও মার্ক উড। আজ সেমিরপথে এগিয়ে যেতে বড় ম্যাচে যখন ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি তখন আলোচনায় দু’দলের দুর্দান্ত পেস আক্রমণ। আর্চার-ফার্গুসন শিকার সংখ্যায় এগিয়ে থাকলেও অভিজ্ঞতার বিচারে দৃশ্যপট বদলে দিতে পারেন মার্ক উড এবং ট্রেন্ট বোল্ট। সমান ৭টি করে ম্যাচ খেলে সামান ১৩টি করে উইকেট নিয়েছেন দুই তারকা পেসার। বোল্টের সেরা ৩০ রান দিয়ে ৪ উইকেট, উডের ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট। নিউজিল্যান্ড ইতিহাসের প্রথম কোন বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের অনন্য নজির স্থাপন করেছেন বোল্ট। সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচেই এ কীর্তি গড়েন তিনি। চলতি বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের ঘটনা ঘটে। বোল্ট বিশ্বকাপের ইতিহাসের ১১তম হ্যাটট্রিক করেন। উসমান খাজা, মিচেল স্টার্ক ও জ্যাসন বেহরেনডর্ফকে আউট করে এ কীর্তি গড়েন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। হোম অব ক্রিকেট লর্ডসে ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন বোল্ট। এর আগে বিশ্বকাপে সর্বমোট ১০টি হ্যাটট্রিক হয়েছে। ১৯৮৭ সালে প্রথমবারের মতো চেতন শর্মার হাত ধরে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পায় বিশ্বকাপ। বোল্ট ছাড়া ১০ জন বোলার এ কীর্তি গড়তে পেরেছেন। ইংল্যান্ড বিশ্বকাপে এ পর্যন্ত বোল্টের বোলিং বিশ্লেষণ ১/৪৪, ২/৪৪, ০/৩৪, ১/৬৪, ৪/৩০, ১/৪৮ ও ৪/৫১। বড় ম্যাচের বড় পারফর্মার তিনি। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬ ওয়ানডেতে ১৬০ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী বাঁহাতি এ পেসার। ৫ উইকেট পাঁচবার। সেরা ৭/৩৪। সুতরাং সেমির পথে এগিয়ে থাকতে আজ বড় ম্যাচে কিউইদের বড় ভরসা হতে পারেন তুখোড় এই বোলার। মার্ক উডের কথাও আলাদা করে বলতে হয়। অনেক আলোচনা-নাটকীয়তার পর দলে ঢুকেই আলো ছড়াচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত জোফরা আর্চার। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উড। সবচেয়ে বড় কথা গরমে বদলে যাওয়া উইকেটেও দুর্দান্ত গতি তাকে আলাদা করে চেনাচ্ছে। বিশ্বকাপে ২৯ বছর বয়সীর বোলিং পারফর্মেন্স ২/৫৩, ২/৫২, ৩/১৮, ২/৪০, ৩/৪০, ১/৫৯ ও ০/৭৩। ২০১৫ সালে টেস্ট এবং ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা উড এ পর্যন্ত ৪৮ ওয়ানডেতে নিয়েছেন ৫৬ উইকেট। বোল্টের তুলনায় হয়তো কিছু নয় কিন্তু ঘরের মাটিতে চিরচেনা কন্ডিশনে গতির ঝড় তুলছেন এই ইংলিশ পেসার। বিশ্বকাপে সেমির রেসে তার দল যখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে লীগপর্বের শেষ ম্যাচ খেলছে। তখন নিশ্চয়ই আরও একবার জ্বলে উঠতে চাইবেন ডারহামের হয়ে কাউন্টি খেলা উড। দলও তার কাছ থেকে ভাল কিছু চাইবে।
×