ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিমি শিকার শুরু

প্রকাশিত: ০৯:২০, ৩ জুলাই ২০১৯

তিমি শিকার শুরু

১৯৮৬ সালের পর জাপানে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তিমি শিকার করা হয়েছে। চলতি বছর থেকে জাপানের জলসীমায় তিমি শিকারের অনুমোদন দেয়া হয়। আন্তর্জাতিক তিমি কমিশন ‘আইডব্লিউসি’ দীর্ঘদিন থেকে তিমি শিকারের বিপক্ষে বলে আসছে। তবে জাপানের দাবি, তিমির প্রজাতি ধ্বংস না করে গবেষণাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য এই প্রাণী শিকার করা যেতে পারে। তিমি শিকারি সিগেতো হাসি বলেন, তিমি শিকার করতে গিয়ে প্রথমে সামান্য ঘাবরে গিয়েছিলাম। অবশেষে এটি ধরতে পেরে এবং আমাদের দেশের এই আইন উঠে যাওয়ায় আমি অত্যন্ত খুশি। - বিবিসি
×