ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নার্ভ এজেন্ট সারিন আছে সন্দেহে ফেসবুক দফতরের ৪ ভবন খালি

প্রকাশিত: ০৯:১৯, ৩ জুলাই ২০১৯

নার্ভ এজেন্ট সারিন আছে সন্দেহে ফেসবুক দফতরের ৪ ভবন খালি

ফেসবুকের দফতরের চিঠিপত্র আদানপ্রদান বিভাগে একটি প্যাকেটে বিষাক্ত নার্ভ এজেন্ট সারিন আছে এমন সন্দেহ দেখা দেয়ার পর তাদের ক্যাম্পাসের চারটি ভবন থেকে সব লোকজনকে সরিয়ে নেয় সামাজিক যোগাযোগ কোম্পানিটি। এছাড়া বিষাক্ত ওই পদার্থটির সম্ভাব্য সংস্পর্শে কোন ক্ষতি হয়েছে কি না নিশ্চিত হতে দুই ব্যক্তিকে পরীক্ষা করে দেখা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মেনলো পার্ক শহরে ফেসবুক ইনকর্পোরেটের দফতরে এ ঘটনা ঘটেছে। এ দিন স্থানীয় সময় বেলা ১১টায় সন্দেহজনক ওই প্যাকেটির সংস্পর্শে আসেন ওই দুই ব্যক্তি। তবে তাদের মধ্যে সারিনে আক্রান্ত হওয়ার কোন লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন মেনলো পার্কের দমকল কর্মকর্তা জন জনসন। -ওয়েবসাইট
×