ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাবুলে তালেবান হামলায় নিহত ৪০

প্রকাশিত: ১২:৫৪, ২ জুলাই ২০১৯

কাবুলে তালেবান হামলায়  নিহত ৪০

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৩ বেসামরিক নাগরিক। সোমবারের এ হামলায় একটি যুদ্ধ জাদুঘর এবং একটি টেলিভিশন চ্যানেল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির। এমন সময়ে এ হামলা চালানো হলো যখন দেশটিতে ১৮ বছরের যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে তালেবান। কিন্তু এই আলোচনার মধ্যেই যুদ্ধের ভয়াবহতা যেন আরও বেড়ে গেছে। দুই পক্ষই হামলা জোরদার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সোমবারের হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য। আহত হয়েছেন বাহিনীর আরও ২০ সদস্য। আর শিশুসহ বেসামরিকদের হতাহতের সংখ্যা ৯৭ জন। ঘটনাস্থলের কাছেই একটি স্কুল ছিল। বিস্ফোরণে স্কুলভবনটি ধসে পড়ে। কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখনও কয়েকজন হামলাকারী অবস্থান করছেন। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক ও প্রকৌশলী বিভাগই তাদের মূল লক্ষ্যবস্তু ছিল। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের প্রতিবেদনে বেসামরিকদের হতাহতের কথা বলা হচ্ছে। কিন্তু তারা আমাদের লক্ষ্যবস্তু ছিলেন না।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি বলেন, প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালানো হয়। এরপর জাদুঘর ও টিভি স্টেশনে গাড়িবোমা চালায় সন্ত্রাসীরা। হতাহতদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন।
×