ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিফাত হত্যা মামলা ॥ দুই আসামির স্বীকারোক্তি রিমান্ডে ৩

প্রকাশিত: ১২:৫০, ২ জুলাই ২০১৯

 রিফাত হত্যা মামলা ॥ দুই আসামির  স্বীকারোক্তি রিমান্ডে ৩

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১ জুলাই ॥ দেশব্যাপী আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডের পর ছয়দিন অতিবাহিত হলেও প্রধান আসামিরা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ বরগুনাবাসী। সোমবার যৌথবাহিনী আসামিদের খোঁজে বিভিন্ন নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে। এদিকে এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে মামলার এজাহারভুক্ত আসামি অলি ও তানভীর। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আরও তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে গ্রেফতারকৃত নয় আসামির মধ্যে সাত জনকে কোর্টে চালান দেয়া হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে রিফাত হত্যা মামলার ৫ আসামিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিকেল চারটায় শুনানি শুরু হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি অলি ও জড়িত সন্দেহে গ্রেফতার তানভীর আদালতের কাছে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে। আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আসামিদের জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে অন্য তিন আসামি নাজমুল হাসান, সাইমুন ও সাগরের ৫ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।
×